মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২


মেসি ম্যাজিকে ইন্টার মায়ামির বড় জয়


প্রকাশিত:
৬ জুলাই ২০২৫ ১১:৩৯

আপডেট:
২৮ অক্টোবর ২০২৫ ২৩:৫৬

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি।

রোববার (৬ জুলাই) সকালে মন্ট্রিলের সাপুটো স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। মেসি ছাড়াও দলের হয়ে গোল করেন আলেন্দে ও সেগোভিয়া।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই মন্ট্রিয়ালকে ১-০ তে এগিয়ে দেন প্রিন্স ওউসু। ৩৩ মিনিটে আলেন্দের গোলে সমতায় ফেরে মায়ামি। ৪০ মিনিটে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। লিড নিয়েই বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটে বক্সের বাইরে থেকে জোড়ালো শটে স্কোরলাইন ৩-১ করেন সেগোভিয়া। এর দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন মেসি। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

কানাডার মন্ট্রিয়ালে পুরো মাঠেই আলো ছড়িয়েছেন এলএমটেন। এমএলএসের চলতি মৌসুমে এ নিয়ে ১৪ ম্যাচে ১২ গোল করেছেন এই আর্জেন্টাইন।

মেসির এমন দুর্দান্ত ফর্ম নিয়ে খুশি দলটির কোচ। ৩৮ বছর বয়সী লিওনেল মেসিকে পুরো ৯০ মিনিট খেলানোর সিদ্ধান্ত নিয়েও কথা বলেন মাসচেরানো। তার মতে, ফিট থাকলে মেসিকে খেলতে দেওয়া উচিত। তিনি বলেন, ‘ও ফিট থাকলে খেলতেই চাইবে, আমরাও তাকে সেই সুযোগ দেব। সে মাঠে থাকলে আমাদের বিশাল সুবিধা হয়, আর আমরা সেটাই কাজে লাগাতে চাই। আমাদের বুঝতে হবে, লিও সবচেয়ে খুশি থাকে যখন সে মাঠে ফুটবল খেলছে।

উল্লেখ্য, লিগের ইস্টার্ন কনফারেন্সে ১৭ ম্যাচ ৩২ পয়েন্ট নিয়ে ছয়ে আছে মায়ামি। ক্লাব বিশ্বকাপে ব্যস্ত থাকায় ম্যাচ কয়েকটি কম খেলেছে তারা। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিনসিনাটি।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top