মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২


ইরানের বিশ্বকাপ খেলা সত্যিই কি ঝুঁকির মুখে?


প্রকাশিত:
২৫ জুন ২০২৫ ১১:১৫

আপডেট:
২৮ অক্টোবর ২০২৫ ২৩:৫৮

ছবি সংগৃহীত

টানা ১২ দিন পুরো বিশ্বকেই থাকতে হয়েছিল একপ্রকার আতঙ্কের মাঝে। ইরান ও ইসরায়েলের মধ্যেকার সশস্ত্র সংঘাত সত্যিকার অর্থেই বৈশ্বিক কোনো সংঘাত ডেকে আনবে কি না– তা নিয়ে ছিল অজস্র প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়লে সেটা আরও বড় রূপ নেয়। তবে শেষ পর্যন্ত কিছুটা স্বস্তি নেমেছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর কার্যকর হয়েছে যুদ্ধবিরতি।

তবে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডামাডোলের মাঝে প্রশ্ন উঠেছে বিশ্বকাপ নিয়েও। আগামী বছর ৪৮ দলের ফিফা বিশ্বকাপ বসবে উত্তর আমেরিকায়। যেখানে বড় একটা অংশের আয়োজক হবে যুক্তরাষ্ট্র। আর ইরান এরইমাঝে সেই বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। আর এখান থেকেই মূলত বিতর্কের শুরু।

প্রশ্ন উঠছে— ফিফা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িত ইরানকে নিয়ে কীভাবে পরিস্থিতি সামল দেবে। ফিফার বিধিমালায় এমন কোনো নিয়ম নেই যা ইরানকে যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের ম্যাচ খেলা থেকে বিরত রাখতে পারে। যদিও ট্রাম্প প্রশাসনের অধীনে ইরান একাধিকবার সামরিক হামলার লক্ষ্য হয়েছে এবং ইরানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

তবে ওই নিষেধাজ্ঞায় বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের জন্য ব্যতিক্রম রাখা হয়েছে, যে কারণে তাদের প্রবেশে অনুমতি নিয়ে খুব একটা জটিলতার সম্ভাবনা নেই।

পরিস্থিতি এমন, কেবলমাত্র গ্রুপ ‘এ’-তে জায়গা পেলে ইরান যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলার ঝুঁকি এড়িয়ে যেতে পারে—এই ক্ষেত্রে তাদের সব ম্যাচ হবে মেক্সিকোতে। আর গ্রুপ ‘এ’-তে চ্যাম্পিয়ন হলে ইরান শেষ ৩২ ও শেষ ১৬ পর্বের ম্যাচও মেক্সিকোতেই খেলতে পারবে। তবে যদি ইরান সেখান থেকে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করে ফেলে, তবে তাদের যুক্তরাষ্ট্রে যেতে হবে।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এই ব্যাপারে ফিফার সঙ্গে আলাপ করলেও সেখান থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো তথ্য আসেনি। ধারণা করা হচ্ছে, আসন্ন বিশ্বকাপ ড্রয়ের (ডিসেম্বরে) আগে তারা বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পর্যালোচনা করছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন। ধারণা করা হচ্ছে, এই ব্যাপারেও বড় কোনো সমাধান আসতে পারে।

বিশ্বকাপে গ্রুপ ড্রয়ের গঠন কেমন হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইনফান্তিনো ও ফিফা কাউন্সিল। তবে এই প্রক্রিয়ায় ফিফা প্রতিযোগিতা সংগঠক কমিটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কমিটিতে কানাডা, মেক্সিকো ও ইরানের সদস্য রয়েছে এবং এর সভাপতি হলেন উয়েফা প্রেসিডেন্ট আলেকসান্দার সেফেরিন। ২০২২ সালে তার নেতৃত্বেই রাশিয়ায় ইউক্রেন আগ্রাসনের প্রেক্ষিতে উয়েফা সিদ্ধান্ত নেয় ইউক্রেন ও বেলারুশকে একই গ্রুপে না রাখার। সেই পথ এবার ফিফাও অনুসরণ করতে পারে।

এর আগে ইউক্রেনে হামলা চালানোর প্রেক্ষিতে রাশিয়া উয়েফার নিষেধাজ্ঞার মাঝে পড়েছিল। তাদের যেকোন উয়েফার প্রতিযোগিতা থেকে বাদ রাখা হয়েছে। যে কারণে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেও জায়গা হয়নি রাশিয়ার। ফলাফল হিসেবে বাদ পড়েছে বিশ্বকাপে অংশগ্রহণ থেকেও। তবে ইরানের ব্যাপারে এখন পর্যন্ত এমন কোনো নিষেধাজ্ঞার খবর আসেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top