কুকুরের হতে পারে ‘যাবজ্জীবন কারাদণ্ড’, থাকছে মুক্তির বিধানও
প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪২
আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯

ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সরকার বেওয়ারিশ কুকুরের জন্য একটি নতুন আইন জারি করেছে। এই আইন অনুযায়ী, কোনো কুকুর যদি পরপর দুইবার অকারণে কোনো পথচারীকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণী কেন্দ্রে আটকে রাখা হবে, অর্থাৎ ওই কুকুরের 'যাবজ্জীবন কারাদণ্ডের' শাস্তি হবে।
নতুন এই আইন অনুযায়ী, কোনো পথচারীকে কুকুর কামড়ানোর পর ওই ব্যক্তি অ্যান্টি-রেবিজ টিকা নিলে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করবে। শনাক্ত করা কুকুরটিকে প্রাণী জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করার পর ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে। পরে তাকে ছেড়ে দেওয়া হবে, তবে তার আগে মাইক্রোচিপের মাধ্যমে কুকুরের পরিচয় ও অবস্থান রেকর্ড করা হবে। একই কুকুর যদি দ্বিতীয়বার অকারণে কাউকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণী কেন্দ্রে আটকে রাখা হবে।
রাজ্যের প্রধান সচিব অমৃত অভিজাত জানান যে, কুকুর সত্যিই অকারণে পথচারীকে কামড়াচ্ছে কিনা, তা নির্ধারণে তিন সদস্যের একটি কমিটি কাজ করবে। এই কমিটিতে একজন ভেটেরিনারি চিকিৎসক, একজন প্রাণী আচরণ বিশেষজ্ঞ এবং একজন পৌর করপোরেশনের কর্মকর্তা থাকবেন।
আইনে কুকুরের 'যাবজ্জীবন কারাদণ্ড' থেকে মুক্তির বিধানও আছে। কেউ যদি কুকুরটিকে দত্তক নেয়, তবেই এটি মুক্তি পাবে। তবে শর্ত দেওয়া হয়েছে, প্রাণী কেন্দ্রে সংরক্ষিত কুকুরগুলোকে দত্তক নেওয়ার পর রাস্তায় ছাড়া যাবে না। একই সঙ্গে কোনো অবস্থাতেই প্রাণীটিকে পরিত্যাগ করা যাবে না এবং তার যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে।
সূত্র: এনডিটিভি
আপনার মূল্যবান মতামত দিন: