শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২

পাতলা আইফোনের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৭

আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৪

ছবি- সংগৃহীত

গত বুধবার অ্যাপল তাদের পণ্য লঞ্চের সৌজন্যে ঐতিহ্য ভেঙে আলোচনায় এসেছে, যেখানে একজন নতুন মুখ দেখা গিয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে মঞ্চে এসে কোম্পানির এখন পর্যন্ত সবচেয়ে পাতলা এবং হালকা স্মার্টফোন আইফোন এয়ার লঞ্চ করেছেন।

লঞ্চ ইভেন্টে আবিদুর আইফোন এয়ার মডেল ‘বিশ্বাস করার জন্য আপনাকে ধরে রাখতে হবে এমন এক বৈপরীত্য’ হিসাবে বর্ণনা করেছেন, আরও যোগ করেছেন যে ডিভাইসটি প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে- কম্প্যাক্ট, তবুও প্রো মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য যথেষ্ট শক্তিশালী।

টাইটানিয়াম দিয়ে তৈরি এবং মাত্র ৫.৬ মিমি পুরু আইফোন এয়ারে টেলিফটো লেন্সসহ একটি সিঙ্গল ক্যামেরা রয়েছে এবং এআই-চালিত ফটোগ্রাফি এনহ্যান্সমেন্টের সুবিধাও রয়েছে। পাতলা ডিজাইন সত্ত্বেও অপ্টিমাইজড পাওয়ার-সেভিং সফটওয়্যারের সৌজন্যে ফোনটি সারা দিনের ব্যাটারি লাইফও প্রদান করে।

কে এই আবিদুর চৌধুরী

গত ছয় বছর ধরে অ্যাপলে কাজ করা আবিদুর চৌধুরি এখনও সবার কাছে পরিচিত নন। লন্ডনেই তার জন্মগ্রহণ ও বেড়ে ওঠা, তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে লফবরো বিশ্ববিদ্যালয়ে পণ্য নকশা এবং প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেছেন। প্রাথমিক কর্মজীবনে কেমব্রিজ কনসালট্যান্টস এবং কার্ভেন্টায় ইন্টার্নশিপ এবং তার পরে লন্ডন-ভিত্তিক লেয়ার ডিজাইনে কাজ করেছেন। ২০১৯ সালে অ্যাপলে যোগদানের আগে তিনি কিছু সময়ের জন্য নিজস্ব কনসালটেন্সি প্রতিষ্ঠানও পরিচালনা করেছিলেন।

তার ডিজাইন শিল্পের বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে। ছাত্র থাকাকালীন তিনি রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড, জেমস ডাইসন ফাউন্ডেশন বার্সারি এবং থ্রিডি হাবস স্টুডেন্ট গ্রান্টসহ একাধিক পুরষ্কার পেয়েছিলেন। তার পোর্টফোলিও একটি স্পষ্ট তত্ত্বের প্রতিফলন ঘটায়- উদ্ভাবনী, ইউজারকেন্দ্রিক পণ্য তৈরি করা যার সঙ্গে মানুষ আরও বেশি করে যুক্ত হতে পারবে।

বুধবারের ইভেন্টে অ্যাপল আইফোন ১৭ রেঞ্জও লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে নতুন আইফোন ১৭ প্রো এবং এয়ারপডস প্রো ৩। আইফোন ১৭ মডেলে রয়েছে এ১৯ প্রো চিপ, যা এখনও পর্যন্ত অ্যাপলের সবচেয়ে শক্তিশালী প্রসেসর এবং তা ৪০ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাকের প্রতিশ্রুতি দেয়।

এয়ারপডস প্রো থ্রিতে উন্নত নয়েজ ক্যানসেলেশন এবং রিয়েল-টাইম ট্রান্সলেশন সহ বাজারে এসেছে। সংস্থা অ্যাপল ওয়াচ সিরিজ ১১ও এনেছে চালু করেছে, যার মধ্যে ৫জি কানেকশন, আগের চেয়ে বেশি ব্যাটারি লাইফ এবং নতুন স্বাস্থ্য ট্র্যাকিং ক্ষমতা রয়েছে, যা নিয়ন্ত্রক ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top