রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২


ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ বার্সার, স্পেনের সমালোচনায় ফ্লিক


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৩

আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৫

ছবি- সংগৃহীত

বার্সেলোনার উঠতি তারকা লামিন ইয়ামাল হিপ ইনজুরির কারণে আগামী শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচেও খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই চোটের খবর নিশ্চিত করেন বার্সেলোনার কোচ হানস ফ্লিক। একইসাথে তিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের বিরুদ্ধে অভিযোগ তোলেন। ফ্লিকের দাবি, স্পেন জাতীয় দলে থাকাকালীন ইয়ামালকে ব্যথানাশক ওষুধ দিয়ে খেলানো হয়েছিল বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে ম্যাচে, যার ফলে তার চোট আরও বেড়ে যায়।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্টস-এর বরাতে জানা যায়, বার্সেলোনার পক্ষ থেকে ইয়ামালের চোট সম্পর্কে জাতীয় দলের মেডিকেল টিমকে কিছু জানানো হয়নি। ফেডারেশনের ফিজিওথেরাপিস্ট ফার্নান্দো গালানও মেডিকেল পরীক্ষায় ইয়ামালের শরীরে কোনো সমস্যা পাননি বলে জানান।

হানস ফ্লিক আরও বলেন, বার্সেলোনা কোচ হওয়ার পর থেকে স্পেন দলের কোচ দে লা ফুয়েন্তের সঙ্গে তার যোগাযোগ খুব কম হয়েছে। তবে দাবি করেছে, ক্লাব ও ফেডারেশনের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়ে থাকে।

বার্সেলোনা এখনো ইয়ামালের ফিরতি সময়সূচি জানায়নি। শুধু নিশ্চিত করা হয়েছে, তিনি ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবেন না। ক্লাবটি আশা করছে, নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামতে পারবেন ইয়ামাল, তবে তা এখন বেশ অনিশ্চিত। অন্তত আগামী সপ্তাহে গেটাফের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে ফেরানোর আশা রাখছে বার্সা। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিসে, কেননা স্পোটফাই ক্যাম্প নৌ এখনো সংস্কারাধীন।

এদিকে কাতালান ক্লাবের মিডিয়া অফিসার গ্যাব্রিয়েল মার্টিনেজ অবশ্য ভক্তদের কিছুটা আশ্বস্ত করে বলেছেন, এটা বড় কোনো ইনজুরি নয়, কেবল সামান্য অস্বস্তি। তবে ইয়ামাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবেন না, আর নিউক্যাসলের বিপক্ষে ম্যাচেও তার অংশগ্রহণ এখনো অনিশ্চিত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top