ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কড়া নিরাপত্তা
প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৯
আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৮

এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা। রোমাঞ্চকর এই ম্যাচে মাঠে স্নায়ুচাপ গ্যালারির দর্শকদের মাঝেও প্রভাব ফেলে।
প্রতিবেশী দুই দেশের সমর্থকরা শুধু দুভাগই হয়ে পড়েন না, অনেক সময় মুখোমুখিও হয়ে যান। এই ম্যাচকে ঘিরে তাই কড়া নিরপত্তার ঘেরাটোপ গড়ে তুলেছে দুবাই পুলিশ।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই। মহারণের আগে মাঠ এবং মাঠের বাইরে ব্যাপক নিরাপত্তা ও নজরদারি রেখেছে দুবাই পুলিশ।
এক বিবৃতিতে দুবাই স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, মাঠে কোন ধরনের সহিংসতা, অশোভন ভাষা ব্যবহার কিংবা বর্ণবাদী আচরণ গ্রহণযোগ্য হবে না। নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেডিয়ামের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে যেকোনো নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে।
দুবাই পুলিশের ইভেন্টস সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই বলেছেন, ‘নিয়ম ভঙ্গকারীদের এক থেকে তিনমাস পর্যন্ত কারাদণ্ড এবং ১০ থেকে ৩০ হাজার দিরহাম জরিমানা হতে পারে।’
আপনার মূল্যবান মতামত দিন: