বাংলাদেশ দল নিয়ে 'আত্মবিশ্বাসী' বুলবুলের দুই পরামর্শ
প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২০
আপডেট:
১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৬

টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় করে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে লিটন দাসের নেতৃত্বাধীন দল এবার এশিয়া কাপে ভালো কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
আগামী বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। আট দলের এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে হংকংয়ের। মাঠে নামার আগে টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিসিবির রান স্কোরিং কর্মশালায় উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এশিয়া কাপে ভালো করতে হলে কী করতে হবে। এমন প্রশ্নের উত্তরে বুলবুল বলেন, “এই ফরম্যাটে ব্যাটিং-বোলিং সবার প্রায় একরকম। কিন্তু পার্থক্য গড়ে দেয় ‘রানিং বিটুইন দ্য উইকেট’ আর ফিল্ডিং। আমরা যদি রানিংয়ে ১৫ রান বেশি করতে পারি আর ফিল্ডিংয়ে ১০ রান বাঁচাতে পারি, এই ২৫ রানেই ম্যাচ জিততে পারি।”
এশিয়া কাপে এরই মধ্যে আফগানিস্তান হংকংকে সহজেই হারিয়েছে। প্রথমে ব্যাট করে ১৮৮ রান করার পর রশিদ খানের দল হংকংকে শতকের নিচে গুটিয়ে দেয়। বাংলাদেশের তৃতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, যেটি হতে পারে টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ।
এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, “ওরা এখন আরব আমিরাতে খেলছে। কিছুদিন আবুধাবিতে ছিল, এখন শারজাহ। সুতরাং হোম কন্ডিশনের সুবিধা পেতে পারে। তবে আমাদের খেলোয়াড়দের স্কিল সেট যথেষ্ট ভালো। যদি তারা সর্বোচ্চটা দেয়, তাহলে অবশ্যই ভালো কিছু হবে, ইনশাআল্লাহ্।”
সবশেষে তিনি দলের প্রতি তার আস্থা প্রকাশ করে বলেন, “আমি বিশ্বাস করি, আমরা অনেক দূর যেতে পারব। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে আগাম কিছু বলা কঠিন, তবুও আমি এই দলের ওপর খুব আত্মবিশ্বাসী।”
আপনার মূল্যবান মতামত দিন: