সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


ভারত ছেড়ে নতুন দেশে ক্রিকেট খেলতে যেতে চান অশ্বিন


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৪

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৭

ছবি সংগৃহীত

প্রথমে আন্তর্জাতিক ক্রিকেট, এরপর আইপিএল। এক বছরের মধ্যে ভারতের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে তিনি জানিয়েছিলেন, এখনও খেলতে চান। কিন্তু কোথায়? জানা গেছে, ভারত ছেড়ে বিদেশের লিগে খেলতে চাইছেন এই অফস্পিনার। ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টির আয়োজকদের সঙ্গে কথা বলছেন তিনি। সংযুক্ত আরব আমিরাহিতে এই লিগ আয়োজিত হয়।

ক্রিকবাজ জানিয়েছে, ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টির আয়োজকদের সঙ্গে অশ্বিনের কথাবার্তা অনেকটা এগিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী মৌসুমের আগে নিলামে অংশ নেবেন অশ্বিন। ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। সময়ের সাথে সাথে এই টুর্নামেন্ট ক্রমেই আরও জনপ্রিয়তা অর্জন করেছে।

এ বিষয়ে ক্রিকবাজকে অশ্বিন বলেছেন, ‘হ্যাঁ, আয়োজকদের সঙ্গে আমার কথা হচ্ছে। আশা করছি নিলামে কোনো না কোনো দল আমাকে কিনবে।’ অবশ্য আগে এই টুর্নামেন্টে নিলাম হত না। ড্রাফটের মাধ্যমে সরাসরি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি হতো দলগুলোর। কিন্তু এবার আইপিএলের ধাঁচে সেখানে নিলাম হবে। দুবাইয়ে ৩০ সেপ্টেম্বর সেই নিলাম হওয়ার কথা।

এর আগে রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠান ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে দল পেয়েছিলেন। কিন্তু তারা এখন পর্যন্ত খেলেননি। একমাত্র আম্বাতি রাইডু মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে আটটি ম্যাচ খেলেছিলেন। যদি অশ্বিন নিলামে দল পান তাহলে ভারত থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সে দেশের লিগে খেলবেন তিনি।

ক্রিকবাজ এর আগে জানিয়েছিল, আমেরিকার মেজর লিগ ক্রিকেট ও ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে অশ্বিনের খেলা প্রায় নিশ্চিত। সেখানে ক্রিকেটারের পাশাপাশি কোচের ভূমিকাতেও দেখা যেতে পারে তাকে। এবার আরও একটি দেশে খেলতে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছেন অশ্বিন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top