মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


এসএ২০ লিগের ড্রাফটে মাহমুদউল্লাহসহ ২৩ বাংলাদেশি


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১৯:০৯

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ২১:১৫

ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ লিগের চতুর্থ আসর বসবে আগামী ২৬ ডিসেম্বর থেকে। তার আগে ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি মিলিয়ে দক্ষিণ আফ্রিকার লিগটিতে খেলতে মোট ৭৮২ ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে আছেন মাহমুদউল্লাহ রিয়াদসহ ২৩ ক্রিকেটার।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। ড্রাফটে নাম দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। শেষবার তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আরও আগে, ২০২৪ সালের অক্টোবরে। সাবেক এই টাইগার অলরাউন্ডার অবশ্য এখনও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন। তারই ধারাবাহিকতায় এসএ২০–তে নাম দিলেন মাহমুদউল্লাহ। এর বাইরে বাকি ২২ বাংলাদেশি কারা তা উল্লেখ করেনি ক্রিকবাজ।

ড্রাফটে নাম দেওয়া ৭৮২ ক্রিকেটারের মধ্যে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের সর্বোচ্চ ১৫৩ জন লিগটিতে নাম নিবন্ধন করেছেন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩ এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে ১১ জন করে ক্রিকেটার আছেন ড্রাফটে। কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ার একজন করে ক্রিকেটারও আছেন।

এর বাইরেও আছেন জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের ১০ জন করে ক্রিকেটার। নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫, অস্ট্রেলিয়া, কানাডা, নেপালের তিনজন করে ক্রিকেটারের নাম আছে ড্রাফটে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরা জেমস অ্যান্ডারসন চমকে দিয়েছিলেন গত আইপিএলের ড্রাফটে নাম জমা দিয়ে। সাবেক এই ইংলিশ তারকা পেসার অবসরের পর প্রথম শ্রেণির ১৭টি ম্যাচ খেলা ছাড়াও ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি ও ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে দ্য হান্ড্রেডে খেলেছেন। ৪৩ বছর বয়সে তিনি খেলতে চান এসএ২০–তেও।

তবে তার চেয়েও বয়স্ক ক্রিকেটার আছেন প্রোটিয়া লিগটির ড্রাফটে। ৪৬ বছর বয়সী স্বাগতিক তারকা লেগস্পিনার ইমরান তাহির এদিক থেকে সবার শীর্ষে আছেন। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে নাম দিয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ইংল্যান্ডের জেসন রয়। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তাদের মধ্যে আছেন রহমানউল্লাহ গুরবাজ, রিস টপলি, ডেভন কনওয়ে, মহেশ থিকশানা, শামার জোসেফ ও জেইডেন সিলস। আসন্ন নিলামে ৬ ফ্র্যাঞ্চাইজি সবমিলিয়ে ৮৪ ক্রিকেটার নিতে ৭.৪ মার্কিন ডলার খরচ করতে পারবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top