সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


মায়ামিতে যোগ দিয়ে সমালোচনার মুখে আর্জেন্টাইন তারকা


প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫ ১৩:২৩

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ১২:১২

ছবি সংগৃহীত

মাঠে লিওনেল মেসির ওপর প্রতিপক্ষ খেলোয়াড়দের বিরূপ আচরণ ঠেকাতে সর্বদা তৎপর থাকেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। সে কারণে তাকে মজা করে অনেকে ‘মেসির দেহরক্ষী’ও বলে থাকেন। জাতীয় দলের পর দুজনকে এবার ইন্টার মায়ামির জার্সিতেও একসঙ্গে দেখা যাবে। তবে বিশ্বকাপের মাত্র এক বছর বাকি থাকাবস্থায় তুলনামূলক কম চাপের প্রতিযোগিতায় যুক্ত হয়ে সমালোচনার মুখে পড়েছেন ডি পল।

গতকাল (শনিবার) আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি ডি পলকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে এক বছরের জন্য ধারে (লোন) মায়ামিতে যোগ দিলেন তিনি। একইসঙ্গে ২০২৬ সালে সেই চুক্তি স্থায়ী করারও সুযোগ রাখা হয়েছে। জাতীয় দলের সতীর্থ মেসির ক্লাবে যুক্ত হলেও সমালোচনা হচ্ছে ডি পলের।

আর্জেন্টাইন সাংবাদিক আলেহান্দ্রো ফ্যাব্রি গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে লিখেছেন, ‘ডি পল কি মেসির সঙ্গে আরও কম চাপ এবং দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় খেলা উপভোগ করবেন? মনে হচ্ছে তিনি কম মর্যাদার টুর্নামেন্ট সম্পর্কে সচেতন নন, যেখানে জয় কিংবা পরাজয় কি কারও অতটা গুরুত্ব বহন করে? তিনি কি জাতীয় দল ছাড়ার কথা ভাবছেন নাকি দিয়েগো সিমিওনের (অ্যাতলেটিকো কোচ) অধীনে নিজের চক্র পূরণ করে ফেলেছেন। আর তেমনটা হওয়ার কারণে তিনি এখন কম চাপের পরিবেশে খেলতে চান মনে হচ্ছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top