মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


সাকিবদের বিদায় করে ফাইনালে যাদের পেল রংপুর


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫ ১৩:৪২

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০৩:৫৯

ছবি সংগৃহীত

লিগ পর্বে আরও একটি ম্যাচ বাকি। তার আগেই রংপুর রাইডার্স নিশ্চিত করে বসেছে গ্লোবাল সুপার লিগের ফাইনাল। বুধবার সাকিব আল হাসানদের দল দুবাই ক্যাপিটালসকে বিদায় করে দেন রাইডার্সরা। তাতেই নিশ্চিত হয় টানা দ্বিতীয়বার শিরোপার মঞ্চে ওঠার সুযোগ।

গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে রাইডার্সরা ৫ উইকেটে জমা করে ১৫৮ রান। লক্ষ্য তাড়ায় ম্যাচটি জমিয়ে নেয় দুবাই। তবে শেষ হাসি হাসে নুরুলদের দল। দিনের অন্য খেলায় হোবার্ট হ্যারিকেন্সকে বিদায় করে ফাইনালে ওঠে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স।

১৮ জুলাই শিরোপা ফয়সালার ম্যাচ। তার আগে আজ রাতে সেন্ট্রাল ডিস্ট্রিকের বিপক্ষে নামবে সোহানরা। গতকাল ফাইনাল নিশ্চিতের পর দলের অধিনায়ক সোহান উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সতীর্থদের, ‘এটা আমাদের জন্য খুশির দিন। ফাইনালে উঠলে অবশ্যই বাড়তি প্রেরণা পাবেন। যেটা আগেও বলেছি, রংপুর এমন একটি দল যেটা সবদিক কাভার করেছে। উপর থেকে মাঝ পর্যন্ত, মাঝ থেকে নিচ পর্যন্ত, এমনকি বোলিংয়েও আমাদের দলে অনেক বৈচিত্র্য আছে।’

প্রভিডেন্স স্টেডিয়ামে সাকিবদের বিপক্ষে ১৫৯ রানের লক্ষ্য দিয়ে দুবাইকে ১৫০ রানে গুটিয়ে দেয় রংপুর। সাকিব ব্যর্থ হয়েছেন টানা তৃতীয় ম্যাচে। প্রথম ম্যাচে সেন্ট্রালের বিপক্ষে ব্যাট হাতে ৫৮ ও বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ভালো করতে পারেনি। গতকাল অবশ্য একটি উইকেট তুলেছিলেন। সাকিবের মতো ভাগ্য সহায় হয়নি দুবাইয়েরও। তীরে এসে তরি ডুবে তাদের ফাইনাল খেলার সম্ভাবনা মাটি হয়েছে।

১৮ জুলাই গায়নার বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে রংপুর। খেলাটি প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাচটায়।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top