সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


সুখবর পেলেন রিশাদ লিটন পারভেজ শরিফুল


প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫ ১৭:৪১

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ২১:৩১

ছবি সংগৃহীত

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৭ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে ২২ রানের জয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। আজ তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সে ভালো করায় সুখবর পেলেন বাংলাদেশ দলের তিন তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন,অধিনায়ক লিটন কুমার দাস, ওপেনার পারভেজ হোসেন ইমন ও পেস বোলার শরিফুল ইসলাম।

ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮ রানে ৩ উইকেট নেন রিশাদ। সিরিজের প্রথম ম্যাচে তার শিকার ছিল ১ উইকেট। দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছেন ২৩ বছর বয়সী লেগ স্পিনার।

দ্বিতীয় ম্যাচ দিয়ে একাদশে ফেরা শরিফুল ইসলাম ১২ রানে ২ উইকেট নিয়ে এগিয়েছেন ২০ ধাপ। ৪৮২ রেটিং নিয়ে এখন ৫৭ নম্বরে বাঁহাতি পেসার।

আগের মতো ২৬ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান। ৪ ধাপ পিছিয়ে শেখ মেহেদি হাসান ২৫ ও সমান পিছিয়ে তাসকিন আহমেদ ২৯ নম্বরে আছেন।

শ্রীলংকার বোলারদের মধ্যে ৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে নুয়ান থুসারা। ২ ধাপ পিছিয়ে ৬ নম্বরে ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।

৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলে ব্যাটিংয়ে ৭ ধাপ এগোলেন লিটন। ৫৪১ রেটিং পয়েন্ট নিয়ে জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে ৪৪ নম্বরে বাংলাদেশ অধিনায়ক।

সিরিজের প্রথম ম্যাচে ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলা পারভেজ হোসেন ১২ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠেছেন। ১ ধাপ এগিয়ে ৪১ নম্বরে তাওহিদ হৃদয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনিই সবার ওপরে।

শ্রীলংকার বিপক্ষে প্রথম দুই ম্যাচ মিলিয়ে ২১ রান করা তানজিদ হাসান ২ ধাপ পিছিয়ে আছেন ৫৫ নম্বরে।

প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ম্যাচ জেতানো ৭৩ রানের ইনিংস খেলা কুসাল মেন্ডিস ৩ ধাপ এগিয়ে উঠেছেন ১৫ নম্বরে।

ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি এক নম্বরে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। সেরা তিনের অন্য দুজন ভারতের দুই তরুণ ব্যাটসম্যান আভিশেক শার্মা ও তিলক ভার্মা।

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়া। সেরা ত্রিশে নেই বাংলাদেশের কেউ। ২১ ধাপ এগিয়ে গুলবাদিন নাইব ও বাস ডে লেডের সঙ্গে যৌথভাবে ৪১ নম্বরে মেহেদী হাসান মিরাজ।

এই তালিকায় শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top