মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


মেজর লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক


প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫ ১৮:২৪

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০৬:৩৪

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি লিগে সাফল্যের ধারা অব্যাহত মুম্বাই ইন্ডিয়ান্সের। এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে তাদের আরেকটি ফ্র্যাঞ্চাইজি এমআই নিউ ইয়র্ক। এই প্রতিযোগিতার তিন মৌসুমের মধ্যে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে তারা।

আজ ভোরে ডালাসের মাঠে ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমকে ৫ রানে হারিয়েছে এমআই। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে এমআই। তাদের হয়ে সর্বাধিক রান করেন কুইন্টন ডিকক। আইপিএলে কলকাতার হয়ে খেলা এই ক্রিকেটার ৪৬ বলে ৭৭ রান করেন।

ডিকক ছাড়াও অধিনায়ক নিকোলাস পুরান করেন ২১ রান। এমআইয়ের ইনিংসকে শেষ দারুণ ব্যাটিং করেন কুয়রজিৎ সিং। ১৩ বলে ২২ রান করেন তিনি। ওয়াশিংটনের বোলারদের মধ্যে লকি ফার্গুসন ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল চার ওভারে দেন ৪৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়াশিংটনের। শূন্য রানে ২ উইকেট পড়ে যায় তাদের। সেখান থেকে দলকে টানেন রাচিন রবীন্দ্র ও জ্যাক এডওয়ার্ডস। তাদের মধ্যে ৮৪ রানের জুটি হয়। ইনিংসের ১৬তম ওভারে রাচিন আউট হওয়ায় বড় ধাক্কা খায় ওয়াশিংটন। কিন্তু তখনও ছিলেন গ্লেন ফিলিপ্স ও ম্যাক্সওয়েল। কিন্তু ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে মুম্বাই।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। ২২ বছরের রুশিল উগারকরের হাতে বল তুলে দেন পুরান। নজর কাড়েন উগারকর। দুই অভিজ্ঞ ব্যাটার ফিলিপ্স ও ম্যাক্সওয়েল তার বলে বড় শট খেলতে পারেননি। ম্যাক্সওয়েলকে আউটও করেন তিনি। শেষ পর্যন্ত ৫ রানে হারে ওয়াশিংটন। ৪৮ রান করে অপরাজিত থাকেন ফিলিপ্স।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top