শনিবার, ১৭ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


সব হারানোর পর হুঁশ ফিরেছে রিয়ালের!


প্রকাশিত:
১৭ মে ২০২৫ ১৯:০১

আপডেট:
১৭ মে ২০২৫ ২২:৫৪

ছবি সংগৃহীত

চলতি মৌসুমে নিজেদের দুর্বল রক্ষণের কারণে বেশ ভুগতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা যেখানে তিনটি ট্রফি জিতে মৌসুম শেষ করছে, সেখানে রিয়ালের হাত ফাঁকা। দুটি ফাইনালে বার্সার কাছে হেরেই ট্রফি হাতছাড়া হয়েছে তাদের। আর লিগ শিরোপার দৌড়েও কাতালুনিয়ার ক্লাবটির সঙ্গে পেরে ওঠেনি রিয়াল।

এমন হতশ্রী এক মৌসুম কাটানোর পর অবশেষে ‘হুঁশ’ ফিরেছে দলটির। আগামী মৌসুমের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে তারা। ইংলিশ ক্লাব বোর্নমাউথের সম্ভাবনাময় ডিফেন্ডার ডিন হুইসেনকে দলে ভিড়িয়ে রক্ষণভাগের শক্তি বাড়ানোর চেষ্টা করেছে লস ব্লাঙ্কোসরা।

স্বনামধন্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, প্রায় ৫০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লোজ পরিশোধের মাধ্যমে হুইসেনকে পেয়েছে রিয়াল। তার সঙ্গে রিয়ালের চুক্তি হয়েছে ২০৩০ পর্যন্ত।

কিছুদিন পর রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন স্প্যানিশ এই তরুণ ফুটবলার। গতকাল রাতে লন্ডনে তার মেডিকেল পরীক্ষাও হয়ে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, লিভারপুল, আর্সেনাল ও নিউক্যাসলসহ প্রায় ৭টি ক্লাব হুইসেনকে পাওয়ার জন্য ওঁত পেতে ছিল। তবে সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত রিয়ালই জয়ী হয়েছে। এর মাধ্যমে ঘরেও ফেরা হলো হুইসেনের। নেদারল্যান্ডসের হয়ে বয়সভিত্তিক দলে খেললেও জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন স্পেনকে।

প্রসঙ্গত, গত গ্রীষ্মের দলবদলে ১২.৬ মিলিয়ন ইউরোতে জুভেন্টাস থেকে বোর্নমাউথে যোগ দিয়েছিলেন হুইসেন। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ৩৪ ম্যাচ খেলে ৩ গোল করেছেন এই তরুণ ফুটবলার।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top