বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


যে কারণে অবসরের সিদ্ধান্ত নিলেন কোহলি


প্রকাশিত:
১৪ মে ২০২৫ ১৩:৪২

আপডেট:
১৪ মে ২০২৫ ১৭:৩৮

ছবি সংগৃহীত

ক্রিকেট বিশ্বে এক যুগের সেরা তারকা হিসেবে বিবেচিত ভিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। সোমবার (তারিখ অনুযায়ী) হঠাৎ করেই এই ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন তিনি। তাঁর এই সিদ্ধান্ত অনেককে অবাক করলেও, ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে কোহলি বেশ আগেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তবে ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হচ্ছে ভিন্ন কথা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুসারে, নতুন মৌসুমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরুর মুখে, কোহলি চেয়েছিলেন দলে নতুন করে নেতৃত্ব দিতে, বিশেষ করে একটি রূপান্তরের সময়। তবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ভিন্ন পরিকল্পনায় এগোতে চেয়েছিল। ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, বোর্ড একটি তরুণ মুখকে টেস্ট দলের নেতৃত্বে আনতে চায়, এবং এই খবর জানার পরই কোহলি অবসরের সিদ্ধান্ত নেন।

গত কয়েক বছরে ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো যায়নি কোহলির। প্রায় তিন বছরের ব্যর্থতার সময় তিনি গড়েছিলেন মাত্র ৩২ রানের গড়। ফলে নিজের মধ্যে নতুন উদ্দীপনা খুঁজে পেতেই হয়তো এই সিদ্ধান্ত। এছাড়া ভারতের একাধিক গণমাধ্যমে উঠে আসে, বর্তমান টিম ম্যানেজমেন্টের অধীনে কোহলি তাঁর কাঙ্ক্ষিত স্বাধীনতা ও ইতিবাচক পরিবেশ পাচ্ছেন না, যা আগের ড্রেসিং রুমে তিনি পেতেন। যা তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলি কথা বলেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর সঙ্গে। এছাড়া সাবেক বিসিসিআই সচিব জয় শাহ ও বর্তমান প্রধান নির্বাচক অজিত আগারকরের সঙ্গেও কয়েকবার ফোনে আলোচনা হয়। তবে এসব কথাবার্তা তাঁর সিদ্ধান্ত বদলাতে পারেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, ইংল্যান্ড সিরিজের পর যদি বিসিসিআই দল গঠনের রূপান্তর শুরু করত, তাহলে হয়তো কোহলি ও রোহিত শর্মা একসঙ্গে বিদায় জানাতে পারতেন। তবে বোর্ড নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল একদম নতুন পরিকল্পনা দিয়ে শুরু করতে চায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top