সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


পাকিস্তান সিরিজ নিয়ে আশার খবর দিলেন বিসিবি সভাপতি


প্রকাশিত:
১১ মে ২০২৫ ১১:৫৩

আপডেট:
১২ মে ২০২৫ ০৭:১৫

ছবি সংগৃহীত

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৫ মে থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডের পরিবর্তে দুই দলই সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ খেলতে সম্মতি দেয়। তবে ভারত-পাকিস্তানের সংঘাতের জেরে পরিবর্তিত পরিস্থিতিতে এই সিরিজ ঠিক সময়ে আয়োজন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রশ্ন উঠেছে পাকিস্তানের মাটিতে সিরিজ হওয়া নিয়েও, তবে এ নিয়ে আশাবাদী বিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ মে থেকে শুরু হবে এই সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৭ মে। এই দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। আর এর মধ্য দিয়ে ১৭ বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা রয়েছে। ২০০৮ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত আছে এই স্টেডিয়ামে।

এদিকে, পরিস্থিতি বদলে যায় সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতির জের ধরে। এতে আসন্ন সিরিজ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। একইভাবে শঙ্কা প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। যদিও গতকাল বিকেল থেকে ভারত-পাকিস্তানের উত্তেজনার অবসান হয়েছে। কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। ফলে সিরিজ নিয়ে নতুন করে আশাবাদী বিসিবি।

আজ (রোববার) সকালে ফারুক আহমেদ বলেন, ‘পাকিস্তানেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো ওদের সব বন্ধ হয়েছে (ভারত-পাকিস্তান উত্তেজনা)। আমরা দুবাইয়ে (সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে) যাচ্ছি। সেখানে দুটো ম্যাচ হওয়ার পর বুঝতে পারব কী অবস্থা। পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী, ইনশা-আল্লাহ।’

অন্যদিকে, উদ্ভুত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল। যদিও যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে আবারও বাকি ৮ ম্যাচ আয়োজন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। যদিও এখনও কবে নাগাদ কোথায় খেলা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। পূর্ব-নির্ধারিত সূচি অনুসারে পিএসএলের ফাইনাল হওয়ার কথা ছিল ১৮ মে। কিন্তু মাঝপথে স্থগিত হওয়ায় সেটি বাস্তবায়নের সম্ভাবনাই কম। একইভাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজও পেছানোর আপাত ইঙ্গিত মিলেছে!



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top