পুলসিরাত সম্পর্কে হাদিসে যা বলা হয়েছে
প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০০
আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১১

হাশরের মাঠ বিচার শেষে গন্তব্যে পৌঁছাতে একটি পুল পার হয়ে যেতে হবে। একে পুলসিরাত বলা হয়। সিরাত শব্দের আভিধানিক অর্থ : স্পষ্ট রাস্তা। আর শরীয়তের পরিভাষায় সিরাত বলতে বুঝায় : এমন এক পুল, যা জাহান্নামের পৃষ্ঠদেশের উপর প্ৰলম্বিত, যার উপর দিয়ে পূর্ববর্তী ও পরবর্তী সবাইকে পার হতে হবে, যা হাশরের মাঠের লোকদের জন্য জান্নাতে প্রবেশের রাস্তা।
সিরাতের বাস্তবতার স্বপক্ষে কোরআনের আল্লাহ বলেন—
আর তোমাদের প্রত্যেকেই তার (জাহান্নামের) উপর দিয়ে অতিক্রম করবে, এটা আপনার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। পরে আমি মুক্তাকীদেরকে উদ্ধার করব এবং জালিমদের সেখানে নতজানু অবস্থায় রেখে দেব। (সুরা মারইয়াম, আয়াত : ৭১–৭২)
আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বৰ্ণিত দীর্ঘ এক হাদিসে পুলসিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই হাদিসে আল্লাহর দীদার তথা আল্লাহকে দেখা এবং শাফায়াতের কথা আলোচিত হয়েছে, তাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—
.. তারপর পুল নিয়ে আসা হবে, এবং তা জাহান্নামের উপর স্থাপন করা হবে।
আমরা (সাহাবিরা) বললাম : হে আল্লাহর রাসুল! পুল’ কি? তিনি বললেন : তা পদস্খলনকারী, পিচ্ছিল, যাতে লোহার হুক ও বর্শি এবং চওড়া ও বাঁকা কাটা থাকবে, যা নাজদের সাদান গাছের কাঁটার মত।
মুমিনগণ তার উপর দিয়ে কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎগতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়া ও অন্যান্য বাহনের গতিতে অতিক্রম করবে।
কেউ সহীহ সালামতে বেঁচে যাবে, আবার কেউ এমনভাবে পার হয়ে আসবে যে, তার দেহ জাহান্নামের আগুনে জ্বলসে যাবে। এমন কি সর্বশেষ ব্যক্তি টেনে-হেঁচড়ে, খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনরকম অতিক্রম করবে। (বুখারি, হাদিস : ৭৪৩৯)
অন্য হাদিসে বলা হয়েছে— জাহান্নামের উপর সেতু (পুলসিরাত) স্থাপন করা হবে যার উপর দিয়ে প্রত্যেক মুমিন ও মুনাফিককে পার হতে হবে। মুমিনরা নিজ নিজ আমল অনুসারে দ্রুত ও ধীর গতিতে পার হয়ে যাবে; কেউ চোখের পাতা ফেলার গতিতে (পলকের মধ্যে), কেউ বিদ্যুতের গতিতে, কেউ হাওয়ার গতিতে, কেউ উড়ন্ত পাখির গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে, কেউ বা অন্যান্য যানবাহনের গতিতে, কেউ বা পূর্ণ নিরাপদে, কেউ যখম হয়েও পার হয়ে যাবে।
আবার কিছু জাহান্নামে পড়েও যাবে পরে তাদেরকে সুপারিশ দ্বারা বের করে নেওয়া হবে। কিন্তু মুনাফিকদল ওই পুল পার হতে সফল বা সক্ষম হবে না। বরং সকলেই জাহান্নামে পড়ে যাবে। (বুখারি, মুসলিম)
আপনার মূল্যবান মতামত দিন: