সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৬ই ভাদ্র ১৪৩২


কিছু দেখে অশুভ ধারণা হলে এই দোয়া পড়ুন


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১৮:১৯

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৭

ছবি সংগৃহীত

আমরা অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হই, যেখানে অশুভ ধারণা বা খারাপ লক্ষণের অনুভূতি আমাদের মনে আসতে পারে। এমন মুহূর্তে এক ধরনের মানসিক অস্থিরতা ও ভয়গ্রস্ততা দেখা দেয়।

ইসলাম এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় দোয়া করতে শেখায়, যাতে আমাদের মনে শান্তি আসে এবং আমরা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে পারি। হাদিসে একটি বিশেষ দোয়া রয়েছে, যা অশুভ ধারণা বা খারাপ লক্ষণের দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে এবং যা আল্লাহর রহমত লাভে সহায়ক।

দোয়াটি হলো- اللهم لاَ طَيْرَ إلا طَيْرُكَ وَلاَ خَيْرَ إلا خَيْرُكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ

উচ্চারণ: আল্লাহুম্মা লা তাইরা ইল্লা তাইরুক, ওয়া লা খাইরা ইল্লা খাইরুক, ওয়া লা ইলাহা গাইরুক।

অর্থ: হে আল্লাহ! আপনার দেওয়া অশুভ ছাড়া কোনো অশুভ নেই, আপনার দেওয়া মঙ্গল ছাড়া কোনো মঙ্গল নেই এবং আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। (সূত্র: মুসনাদে আহমদ ২/২২০, সিলসিলাহ সহিহাহ ১০৬৫)

দোয়াটির গুরুত্ব
১. হাদিসের ভিত্তি: দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা অশুভ প্রভাব বা প্রতিকূলতা দূর করে দেবেন ইনশাআল্লাহ।
২. মানসিক সুরক্ষা: এটি উদ্বেগ, হতাশা এবং ভয় থেকে মানসিক সুরক্ষা প্রদান করে।
৩. ইমানি শক্তি বৃদ্ধি: এটি আল্লাহর প্রতি নির্ভরশীলতা এবং আস্থা বৃদ্ধি করে।

কখন পড়বেন?
যখন কোনো অশুভ লক্ষণ বা খারাপ সংকেত দেখবেন
যখন কোনো কাজ বা সিদ্ধান্ত গ্রহণের সময় অশুভ ধারণা বা মন খারাপ অনুভব করবেন।
ভাগ্য নিয়ে নেতিবাচক চিন্তা আসলে।
দৈনন্দিন জীবনে কোনো সময়ে অশুভ অনুভূতি বা ভয় অনুভব করলে।

কীভাবে পড়বেন?
১. পবিত্র হয়ে অজু করে দোয়া পড়া উত্তম।
২. বিশ্বাসের সঙ্গে এবং আল্লাহর উপর আস্থা রেখে দোয়াটি পড়ুন।
৩. শুধুমাত্র অশুভ চিন্তা বা লক্ষণ দেখা দিলে নয়, যেকোনো সময় পড়তে পারেন। দোয়াটি নিয়মিত পড়লে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং অশুভ ধারণা থেকে মুক্ত থাকা সহজ হয়।

অশুভ ধারণা নিয়ে ইসলামি দৃষ্টিভঙ্গি
ইসলামে কোনো কিছু অশুভ মনে করা বা খারাপ লক্ষণ বিশ্বাস করা নিষিদ্ধ। রাসুল (স.) বলেছেন- ‘অশুভ লক্ষণে বিশ্বাস করা শিরকের অন্তর্ভুক্ত।’ (সহিহ বুখারি) এই দোয়া আমাদের শেখায় যে, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে এবং কোনোকিছুই আল্লাহর অনুমতি ছাড়া ঘটতে পারে না। তাই আমাদের উচিত শুধুমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এবং সকল প্রকার অশুভ চিন্তা বা অনুভূতির বিরুদ্ধে তাঁর সাহায্য প্রার্থনা করা।

আল্লাহ আমাদের সবাইকে অশুভ ধারণা থেকে মুক্তি দান করুন এবং তাঁর উপর পূর্ণ বিশ্বাস রাখার তাওফিক দান করুন। আমিন।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top