মহানবী (সা.) কাবার সামনে যে দোয়া পড়তেন
প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৫ ১৮:০১
আপডেট:
৩১ আগস্ট ২০২৫ ০১:২২

আল্লাহর কাছে কল্যাণ কামনা ও অকল্যাণ থেকে মুক্তির বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। আল্লাহর কাছে ভালো কিছু প্রার্থনা ও মন্দ কিছু থেকে মুক্তি চেয়ে কোরআনে একটি দোয়া বর্ণিত হয়েছে। মহানবী (সা.) কাবার সামনে আল্লাহর কাছে দোয়া করতেন। দোয়াটি সুরা বাকারায় বর্ণিত হয়েছে।
দোয়াটি হলো :
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ : রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাহ্, ওয়াফিল আখিরাতি হাসানাহ্। ওয়াকিনা আজাবান্নার।
অর্থ : হে আমার প্রভু! আমাদের দুনিয়াতে সুখ-কল্যাণ দান করুন, আখেরাতেও সুখ-সমৃদ্ধি দান করুন এবং জাহান্নাম থেকে আমাদের রক্ষা করুন। (সুরা আল-বাকারা, আয়াত : ২০১)
এই দোয়ার ফজিলত সম্পর্কে সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে সায়েব রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কাবার দুই রুকনের মাঝখানে এ দোয়া বলতে শুনেছি। (আবু দাউদ: ১৮৯২)
হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায়ই এ দোয়া করতেন। (বুখারি, হাদিস : ৪৫২২, মুসলিম, হাদিস : ২৬৯০)
প্রয়োজনে মানুষ আল্লাহ তায়ালার কাছে দোয়া করে। প্রয়োজন ছাড়াও প্রতি মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। সবসময় আল্লাহকে স্মরণে রাখা উচিত। যখনই আল্লাহর কাছে কোনো প্রার্থনা করবেন, কোনো প্রয়োজনে তার কাছে চাইবেন তখন আল্লাহর সুন্দর নামগুলোর মাধ্যমে চাওয়া উচিত।
আল্লাহর সুন্দর ও গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, ‘আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো।’ (সূরা আরাফ, আয়াত : ১৮০)
আপনার মূল্যবান মতামত দিন: