বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


বিপদে আল্লাহর ওপর ভরসা রাখতে না পারলে যে ক্ষতি


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৫ ১৬:০৫

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ২১:১৭

ছবি সংগৃহীত

বান্দাকে পরীক্ষার জন্য বিপদ-আপদ দিয়ে থাকেন আল্লাহ তায়ালা। বিপদের সময় ধৈর্য না হারিয়ে আল্লাহর ওপর ভরসা করা একজন মুমিনের একান্ত দায়িত্ব ও কর্তব্য। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘হে মুমিনরা! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য কামনা কর। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা, আয়াত : ১৫৩)

বিপদে আল্লাহর ওপর ভরসা রেখে যারা উত্তীর্ণ হন তাদের তিনি পুরস্কৃত করেন দুনিয়া ও আখেরাতে। এ সম্পর্কে কোরআনে বলা হয়েছে—‘আমি অবশ্যই তোমাদের কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয় দ্বারা পরীক্ষা করব। আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের।’ (সুরা বাকারা, আয়াত : ১৫৫)

যারা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিপদ ও আপদে ধৈর্য ধারণ করতে পারে না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। তাদেরকে দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে,

وَ مِنَ النَّاسِ مَنۡ یَّعۡبُدُ اللّٰهَ عَلٰی حَرۡفٍ ۚ فَاِنۡ اَصَابَهٗ خَیۡرُۨ اطۡمَاَنَّ بِهٖ ۚ وَ اِنۡ اَصَابَتۡهُ فِتۡنَۃُۨ انۡقَلَبَ عَلٰی وَجۡهِهٖ ۟ۚ خَسِرَ الدُّنۡیَا وَ الۡاٰخِرَۃَ ؕ ذٰلِكَ هُوَ الۡخُسۡرَانُ الۡمُبِیۡنُ

আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধার সাথে; তার মঙ্গল হলে তাতে তার চিত্ত প্রশান্ত হয় এবং কোন বিপর্যয় ঘটলে সে তার পূর্ব চেহারায় ফিরে যায়। সে ক্ষতিগ্ৰস্ত হয় দুনিয়াতে এবং আখেরাতে; এটাই তো সুস্পষ্ট ক্ষতি। (সুরা হজ, আয়াত : ১১)

এখানে এমন ব্যক্তিদের কথা বলা হয়েছে, যারা শুধু কল্যাণের জন্য আল্লাহর ওপর ভরসা করে এবং কল্যাণ ও ভালো কিছু ঘটলেই খুশি হয়। মন্দ কিছু ঘটলে আল্লাহর ওপর থেকে ভরসা হারিয়ে ফেলে।

অর্থাৎ, এই ব্যক্তিদের মানসিক গঠন অপরিপক্ক, আকীদা-বিশ্বাস নড়বড়ে এবং তারা প্রবৃত্তির পূজা করে। তারা আল্লাহর ওপর ভরসা করে শুধু লাভের শর্তে। তাদের ঈমান এ শর্তের সাথে জড়িত যে, তাদের আকাংখা পূর্ণ হতে হবে, সব ধরনের নিশ্চয়তা অর্জিত হতে হবে, আল্লাহর দ্বীন তাদের কাছে কোন স্বাৰ্থ ত্যাগ দাবি করতে পারবে না এবং দুনিয়াতে তাদের কোন ইচ্ছা ও আশা অপূর্ণ থাকতে পারবে না।

এমন ব্যক্তির উদাহরণ হলো এমন যে, কোন দো-মনা ব্যক্তি কোন সেনাবাহিনীর এক প্রান্তে দাঁড়িয়ে থাকে। যদি দেখে সেনাদল বিজয়লাভ করছে তাহলে তাদের সাথে মিলে যায় আর যদি দেখে পরাজিত হচ্ছে তাহলে আস্তে আস্তে কেটে পড়ে। কোরআনের এই আয়াতে মূলত এমন সব লোকের কথা বলা হয়েছে।

এক হাদিসে এসেছে, ‘যখন আল্লাহ কোনো জাতিকে ভালোবাসেন, তখন তাদের পরীক্ষা করেন। যে ধৈর্য ধরে, তার জন্য ধৈর্যের অবারিত প্রতিদান। আর যে ক্ষোভ দেখায়, তার জন্য সেই ক্ষোভের ক্ষতি।’ (মুসনাদে আহমদ।)



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top