রবিউল আউয়াল মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ
প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১১:৫৮
আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ১৪:২৪

ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। এই মাস মুসলিমদের কাছে বিশেষ তাৎপর্যময়। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, মৃত্যুসহ বেশ কিছু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে এ মাসে।
রবিউল আউয়াল শব্দটির আক্ষরিক অর্থ ‘বসন্তের প্রথম মাস’, যদিও বাস্তবে এটি বসন্ত ঋতুর সঙ্গে সম্পর্কিত নয়। হিজরি সনের দিন ৩৫৫ হওয়ায় প্রতি বছর ইসলামি মাসগুলো ইংরেজি সনের তুলনায় প্রায় ১০ দিন আগে আসে।
এ মাসের গুরুত্বের প্রধান কারণ হলো প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যু। অধিকাংশ ইসলামী ইতিহাস অনুযায়ী, তিনি ১২ রবিউল আউয়াল সোমবারে জন্মগ্রহণ করেন। যদিও তারিখ নিয়ে মতভেদ রয়েছে।
বিশ্বজুড়ে মুসলিমরা এ মাসে নানা আয়োজন করে। ঘরবাড়ি, রাস্তা ও পার্ক আলোয় সজ্জিত করা হয়। প্রিয় নবীর (সা.) প্রতি ভালোবাসা প্রকাশের জন্য অনেকে ঘরে মিলাদ মাহফিলের আয়োজন করেন। মহানবী (সা.)-এর জন্ম, মৃত্যু ছাড়াও রবিউল আউয়ালে আরও কিছু ঐতিহাসিক ঘটনা রয়েছে—
রবিউল আউয়ালের গুরুত্বপূর্ণ তারিখ ও ঘটনা :
১ রবিউল আউয়াল : গ্রানাডায় মুসলিম শাসনের পতন।
১২ রবিউল আউয়াল : মহানবী (সা.)-এর জন্ম ও মৃত্যু দিবস ও ঈদে মিলাদুন্নবী উদযাপন।
১৩ রবিউল আউয়াল : উম্মে রুবাব (রহ.)-এর ইন্তেকাল; তিনি হুসাইন ইবনে আলি (রা.)-এর স্ত্রী।
১৭ রবিউল আউয়াল : জাফর আস সাদিক (রহ.)-এর জন্ম।
১৮ রবিউল আউয়াল : উম্মে কুলসুম বিনতে আলি (রা.)-এর জন্ম।
আপনার মূল্যবান মতামত দিন: