মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৪

আপডেট:
২ সেপ্টেম্বর ২০২৫ ০২:০১

ছবি ‍সংগৃহিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় দলটির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিএনপির যাত্রা শুরু করেন। দলটি শুরু থেকেই ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’, ‘বহুদলীয় গণতন্ত্র’ ও ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা’র মূলনীতি সামনে রেখে রাজনীতি করে আসছে।

দিবসটি উপলক্ষে দলটির পক্ষ থেকে আলোচনা সভা, র‌্যালি, মাজার জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর দলীয় নেতাকর্মীরা সারাদেশে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করছেন।

এ উপলক্ষে গঠিত ‘জাতীয় উদ্‌যাপন কমিটি’র আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিন দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হবে। আর ৩ সেপ্টেম্বর আলোচনা সভা ও র‌্যালি হবে উপজেলা ও পৌরসভা পর্যায়ে।

বিএনপির প্রতিষ্ঠার তিন বছর পর ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তার মৃত্যুর পর রাজনীতিতে আসেন খালেদা জিয়া। ১৯৮৩ সালের জানুয়ারিতে তিনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন। মাত্র এক বছরের ব্যবধানে, ১৯৮৪ সালের ১০ মে তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে দীর্ঘ সময় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

তবে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাবরণ করেন খালেদা জিয়া। দুই বছরের বেশি সময় কারাভোগের পর তিনি সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান। সর্বশেষ ২০২৪ সালের ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে তার মুক্তির মেয়াদ আরও বাড়ানো হয়। বর্তমানে ৭৯ বছর বয়সী এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় নন।

২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। তিনি ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশ ত্যাগ করে যুক্তরাজ্যে যান এবং এখনও সেখানেই অবস্থান করছেন। দলীয় কার্যক্রমও সেখান থেকেই পরিচালনা করছেন তিনি।

বিএনপি দেশের ইতিহাসে তিনবার সরকার গঠন করে। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবার এককভাবে ক্ষমতায় আসে দলটি। এরপর ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনেও সরকার গঠন করেছিল দলটি, তবে মাত্র ৪৫ দিন পর পদত্যাগে বাধ্য হয়।

২০০৬ সালের পর থেকে বিএনপি আর ক্ষমতায় ফিরতে পারেনি। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে দলটি বিরোধী রাজনীতিতে রয়েছে। বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেলেও নানা বাধা, মামলা ও নেতৃত্ব সংকটে দলটি বেশ চাপে রয়েছে।

দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার আদায়, দুঃখ-কষ্ট লাঘব, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশে এখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। মতপ্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা না গেলে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। এর জন্য জবাবদিহিমূলক সরকার অপরিহার্য।

তিনি বলেন, জাতীয়তাবাদী আদর্শে জনগণকে একতাবদ্ধ করার লক্ষ্যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এই দিনটি কেবল দলের নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করার দিন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেন, আসল গণতন্ত্র প্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হলে নাগরিক স্বাধীনতা অর্থহীন হয়ে পড়ে। দুঃশাসনের কাঠামো ভেঙে একটি সহিষ্ণু, মানবিক ও সাম্যভিত্তিক সমাজ গড়ে তোলাই হবে জাতীয়তাবাদী শক্তির মূল উদ্দেশ্য।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেয়া প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে পালনের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে’ সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top