দোয়া চাইলেন কিংবদন্তি নায়ক ফারুক
প্রকাশিত:
১৮ আগস্ট ২০২২ ০৫:০৯
আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ০৪:৪৯

দীর্ঘদিন ধরে অসুস্থ কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এক বছরের বেশি সময় ধরে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। আগামীকাল ১৮ আগস্ট তাঁর জন্মদিন উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি।
দেশের একটি টিভি চ্যানেলকে পাঠানো সেই ভিডিওতে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বরেণ্য এই নায়ক ভিডিও বার্তায় জানান, ‘তার জন্মদিনকে সামনে রেখে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সবার কাছে অনুরোধ করেন, গুজবে কান না দেবার। তিনি আল্লাহর রহমতে ভালো আছেন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই দেশে ফিরবেন।’
কান্না জড়ানো কণ্ঠে তিনি আরও জানান, দেশের মানুষের ভালোবাসা ফারুক কোনোদিন ভুলবে না। দেশের প্রতিটি মানুষের কাছে দোয়া চেয়েছেন, যেন খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারেন।’ ভিডিও বার্তায় ফারুক জাতীয় স্লোগানও দেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন নায়ক।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা অনেকটা ভালোর দিকে।
আপনার মূল্যবান মতামত দিন: