দুই শিশুর মৃত্যু
নাপা সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি
প্রকাশিত:
১৫ মার্চ ২০২২ ০৩:১২
আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ২০:২৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগের বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, ব্যবহৃত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওষুধটি ঝুঁকিমুক্ত ও মানসম্মত ছিল।
সোমবার (১৪ মার্চ) বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত ‘নাপা সিরাপে শিশুমৃত্যুর অভিযোগ’ প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ।
তিনি বলেন, দোকান থেকে আটটি বোতল সংগ্রহ করা হয়। সবগুলোতেই ফল পজিটিভ এসেছে। এসব সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।
তবে যে সিরাপ খেয়ে শিশুদের মৃত্যুর অভিযোগ উঠেছে সেটির পরীক্ষা এখনো শেষ হয়নি।
ডিএম/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: