সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


সরকার যখন চাইবে তখনই নির্বাচন, ইসি দায় নেবে না: সিইসি


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৩

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৯

ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, সরকার যখন চাইবে তখনই নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত থাকবে। নির্বাচন নিয়ে আমরা কোনো ধরনের দায় নিতে রাজি নই।

সোমবার (১ সেপ্টেম্বর) আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনের জন্য ইসি প্রস্তুত নয় বা সক্ষমতা নেই—এমন অভিযোগ এড়াতেই আমরা আগেভাগে প্রস্তুতি নিতে শুরু করেছি। সরকার থেকে চিঠি পাওয়ার পর আরও জোরেশোরে কার্যক্রম চলছে। যাতে সরকার যখনই নির্বাচন আয়োজন করতে বলবে আমরা প্রস্তুত থাকতে পারি।

তিনি আরও বলেন, নির্বাচনে কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা সফল হবে না। নির্বাচন একা করা সম্ভব নয়, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়। প্রধান উপদেষ্টা আমাদের ওপর কোনো ধরনের চাপ দেননি। আমরা স্বাধীনভাবে কাজ করছি।

কালো টাকার ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে কালো টাকার প্রভাব যথাসম্ভব কমানোর চেষ্টা করছি। একেবারে বন্ধ করা সম্ভব নয়, তবে আমরা চাই সবাইকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top