সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৬ই ভাদ্র ১৪৩২


ডিএমপি সদর দপ্তরে বুয়েট শিক্ষার্থীরা


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১৭:৪৬

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৭

ছবি ‍সংগৃহিত

ডিপ্লোমাধারীদের সঙ্গে ইঞ্জিনিয়ার স্বীকৃতি নিয়ে তৈরি হওয়া আন্দোলনে পুলিশের হামলা ও রংপুরে বুয়েটের সাবেক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে এসেছেন বুয়েট শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

তারা ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে আলোচনা করবেন।

আজ বিকেল ৫টার দিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমেদ ইকবালের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপিতে প্রবেশ করে।

আলোচনার বিষয়ে ইকবাল বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে এখানে এসেছি।

এর মধ্যে অন্যতম বিষয় হলো- প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা এবং রংপুরে বুয়েটের সাবেক শিক্ষার্থী ও ডেসকোর প্রকৌশলী রোকনের ওপর হামলার ঘটনায় মামলা হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তারের দাবি জানানো হবে।

আলোচনা শেষে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top