মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


চট্টগ্রামে সন্ত্রাসী আস্তানায় র‍্যাব-পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০


প্রকাশিত:
২২ জুলাই ২০২৫ ১৪:২৬

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০০:২৫

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ফরিদার পাড়া এলাকায় সন্ত্রাসী আস্তানায় অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দিবাগত বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে কাঠের বাটযুক্ত চাইনিজ কুড়াল, শটগানের কার্তুজ, পিস্তলের তাজা গুলি, ইলেকট্রিক শক মেশিন, দেশে তৈরি চোলাই মদ, গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও র‍্যাব জানায়, সোমবার বিকেলে সন্ত্রাসী শহিদুল ইসলাম (বুইস্যা) তার সহযোগীদের নিয়ে ফরিদার পাড়া এলাকায় শোডাউন দেয়। এ সময় তারা প্রকাশ্যে শটগান ও পিস্তল দিয়ে ফায়ারিং করতে থাকে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশ ও র‍্যাবকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে তারা পৌঁছায়।

অভিযান গ্রেপ্তারকৃতরা হলেন- বোরহান উদ্দিন, শাস্ত্র মজুমদার, আল আমিন, মো. মারুফ, মিজানুর রহমান, রোকন উদ্দিন, মো. অন্তর, খড় পাল, মো. রাহাত এবং মো. ফরহাদ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, আসামিরা বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম এবং আধিপত্য বিস্তার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top