২৪ ঘন্টায় আরও ২১৮ জনের মৃত্যু
প্রকাশিত:
১ আগস্ট ২০২১ ০০:০৪
আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ২৩:৩০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন।
শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ২১৮ জনের মৃত্যুর ফলে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৬৮৫ জনে। এছাড়া করোনা শনাক্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩০.২৪ শতাংশ।
আপনার মূল্যবান মতামত দিন: