শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


মাদক ও অবৈধ দ্রব্য প্রবেশ রোধে কারাগারে ডগ স্কোয়াড মোতায়েন


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৪ ১৪:২৬

আপডেট:
৯ মে ২০২৫ ১৮:৩২

ছবি সংগৃহীত

কারাগারের নিরাপত্তা, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ দ্রব্য প্রবেশ রোধকল্পে সংস্কারের অংশ হিসেবে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে ঢাকা কেন্দ্রিয় কারাগার কেরাণীগঞ্জ ও কাশিমপুর কারা কমপ্লেক্সে গত ১৪ ডিসেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।

কারাগারে আসা বন্দি, দর্শণার্থী ও গার্ডিং স্টাফদের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে, আর পি গেইটে ও মেইন ফটকে এ ডগ স্কোয়াড তল্লাশি কার্যক্রমে নিয়োজিত থাকবে।

সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ আরও জানান, পর্যায়ক্রমে অন্যান্য কারাগারে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সার্বিক কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top