চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু
প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৩ ০২:১৮
আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ১৪:৪২

রাজধানীর রেডিসন ব্লু হোটেলের পেছনে স্টাফ কোয়ার্টার রেলগেটে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের দুজনেরই বয়স আনুমানিক ২০ বছর।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্র ধর। তিনি জানান, আজ সকালের দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা ওই দুই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ওই দুই যুবকের পরিচয় জানতে পারিনি। তবে প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: