রবিবার, ৩১শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু


প্রকাশিত:
১৩ মে ২০২৩ ২৩:৫৬

আপডেট:
৩১ আগস্ট ২০২৫ ০৪:৫৬

 ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে শনিবার (১৩ মে) দুপুর দেড়টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জাহাঙ্গীর হোসেনকে নিয়ে আসা কারারক্ষী মো. রোকন জানান, দুপুরের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, জাহাঙ্গীর হোসেন কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ৫৪১২৬/২২। তার গ্রামে বাড়ি শরীয়তপুরে জেলার জাজিরা থানা এলাকায়। তার বাবার নাম আবুল হোসেন। তবে সে কি মামলায় কারাগারে ছিল সে বিষয়ে কিছু বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top