শনিবার, ৩০শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২


শিগ‌গিরই রাজ‌নৈ‌তিক সংলাপে বস‌ছে বাংলা‌দেশ-‌পোল্যান্ড


প্রকাশিত:
১ এপ্রিল ২০২৩ ১৮:৪১

আপডেট:
৩০ আগস্ট ২০২৫ ০৫:৫৫

 ফাইল ছবি

বাংলাদেশ ও পোল্যান্ড শিগ‌গিরই দ্বিপা‌ক্ষিক রাজ‌নৈ‌তিক সংলা‌পে বসবে বলে জা‌নি‌য়ে‌ছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ।

সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠা‌নো এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানান তিনি।

শ‌নিবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ ক‌রে‌ছেন যে, শিগ‌গিরই ওয়ারশে উপ-পররাষ্ট্রমন্ত্রী/পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে আরেকটি পর্বের আলোচনা অনুষ্ঠিত হবে।

জেবিগনিউ অভিনন্দন বার্তায় গত বছরে পোল্যান্ড ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করেন। তি‌নি ব‌লেন, ওই আয়োজনের মাধ্যমে দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করতে সহায়ক হয়েছে।

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কৃষি-খাদ্য, খনি ও জ্বালানি রূপান্তর, সবুজ প্রযুক্তি এবং ডিজিটাইজেশনের মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থায় দেশগুলোর সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top