শনিবার, ৩০শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২


ফরিদপুরের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হলেন মনিরুজ্জামান


প্রকাশিত:
১৩ মার্চ ২০২৩ ১৬:১০

আপডেট:
৩০ আগস্ট ২০২৫ ০২:১৭

 ফাইল ছবি

ফরিদপুরের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পেলেন মো. মনিরুজ্জামান। তিনি ফরিদপুরে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে কর্মস্থলে নিজ দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব (বিধি অনুযায়ী কার্যভার ভাতাসহ) ও আয়ন-ব্যয়ন কর্মকর্তার ক্ষমতা প্রদান করা হলো।

এর আগে, গতকাল এক প্রজ্ঞাপনে ইসি জানায়, ফরিদপুর আঞ্চলিক কর্মকর্তা মোস্তফা ফারুককে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী, জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। চাকরির বয়স থাকলেও মোস্তফা ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ইটিআই ডিজি থাকাকালীন মোস্তফা ফারুকের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে তাকে ইটিআই-এর ডিজি পদ থেকে বদলি করে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়। জানা গেছে, ১৯৯৬ সালের জুনে মোস্তফা ফারুক নির্বাচন কমিশনে যোগ দিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top