পিত্তথলির সমস্যা নিয়ে বিএসএমএমইউ’তে ভর্তি খাদ্যমন্ত্রী
প্রকাশিত:
৬ মার্চ ২০২৩ ০৩:৩৩
আপডেট:
১৪ মে ২০২৫ ২২:১৩

অসুস্থ হয়ে পড়ায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৫ মার্চ) বেলা ১২টার দিকে সেখানে তাকে ভর্তি করা হয়।
এর আগে রোববার বেলা ১১টা ৫ মিনিটে নওগাঁ পুলিশ লাইনস মাঠ থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
জানা যায়, গত ১ মার্চ খাদ্যমন্ত্রী নওগাঁয় আসেন। ২ মার্চ থেকে খাদ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকাসহ নওগাঁর বিভিন্ন এলাকায় সরকারি এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন।
খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, শুক্রবার (৩ মার্চ) পোরশায় রাজনৈতিক কর্মসূচি চলাকালীন মন্ত্রী হঠাৎ অসুস্থতা অনুভব করেন। সন্ধ্যায় নওগাঁ সিভিল সার্জনের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে খাদ্যমন্ত্রীর পিত্তথলিতে সামান্য ইনফেকশন ধরা পড়ে। সিভিল সার্জন ঢাকা যাওয়ার পরামর্শ দিলেও তিনি ঢাকা না গিয়ে স্কয়ার হাসপাতালের ডা. প্রফেসর সানোয়ার হোসেনের তত্ত্বাবধানে বাসায় থেকে চিকিৎসা নেন।
তিনি আরও জানান, সোমবার (৬ মার্চ) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল খাদ্যমন্ত্রীর। কিন্তু আজ সকাল থেকে তিনি বেশি অসুস্থ অনুভব করতে থাকেন। এ জন্য জরুরি ভিত্তিতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আপনার মূল্যবান মতামত দিন: