শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২


১৯০ টন চাল আত্মসাতে খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে মামলা


প্রকাশিত:
১ মার্চ ২০২৩ ২১:০৭

আপডেট:
২৯ আগস্ট ২০২৫ ২৩:২৮

ফাইল ছবি

মাগুরা খাদ্য গুদামের প্রায় ১৯০ মেট্রিক টন চাল লোপাটের অভিযোগে বরখাস্তকৃত খাদ্য পরিদর্শক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংস্থাটির উপ-পরিচালক মো. বজলুর রহমান বাদী হয়ে ঝিনাইদহের দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, মাগুরার আড়াপাড়া এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক থাকাকালীন এ আত্নসাতের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সে কমিটি গত ৬ জানুয়ারি প্রতিবেদন দাখিল করে। যেখানে খাদ্য গুদামে মোট ১৮৯ দশমিক ৯৮১মেট্রিক টন চাল ঘাটতির প্রমাণ পাওয়া যায়। যার সরকারি মূল্য ৮৯ লাখ ৫০ হাজার ৭৪৮ টাকা।

যে কারণে ক্ষমতার অপব্যবহার করে চারটি গুদাম থেকে ও চাল আত্মসাতের অভিযোগে আসামির বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top