ঠোঁটের কালচে দাগ দূর করার ঘরোয়া উপায়
প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৭
আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:১০

ঠোঁটের সৌন্দর্য একজন ব্যক্তির সার্বিক সৌন্দর্যে প্রভাব ফেলে। কালচে দাগ থাকলে তা মোটেও সুন্দর দেখায় না। আসলে কমদামি প্রসাধনী মাখলে এমনটা হতে পারে। আবার অনেকসময় আর্দ্রতার অভাবেও এমনটা হয়। কখনো কখনো চা-সিগারেট খাওয়ার অভ্যাসে ঠোঁট কালো হয়।
কিছু ঘরোয়া উপাদান ঠোঁটের জন্য বেশ উপকারি। যেগুলো নিয়মিত ব্যবহারে অমসৃণ, ফ্যাঁকাসে ঠোঁটেও লালচে আভা মেলে। সেগুলো কী কী? চলুন জানা যাক-
মধু
ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে মধু। মধুতে আছে এমন কিছু ‘স্কিন-লাইটেনিং’ উপাদান যা ঠোঁটের কালচে ছোপ সহজেই ফিকে করে দিতে পারে। মধুর সঙ্গে কিছু মেশানোর প্রয়োজন নেই। ঠোঁটে শুধু মধুর প্রলেপ দিলেই হবে। ১৫ মিনিট রেখে এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে কালচে দাগ দূর হয়ে যাবে।
নারকেল তেল
মধুর মতো নারকেল তেলও প্রাকৃতিক ভাবে ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ঠোঁট শুষ্ক হয়ে গেলে বেড়ে যায় কালচে ছোপ পড়ার প্রবণতা । নারকেল তেল ব্যবহারে সেই আশঙ্কা অনেকটাই কমে।
শসা
চোখের তলার ডার্ক সার্কেল দূর করতে অনেকেই শসা ব্যবহার করেন। একই উপাদান ব্যবহার করতে পারেন ঠোঁটের কালচে ছোপ দূর করতে। রোজ নিয়ম করে ঠোঁটে শসার রস মেখে মিনিট পনেরো রাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বিটরুট
ঠোঁটে লালচে, গোলপি আভা এনে দিতে বিটের রসের বিকল্প নেই। তার সঙ্গে দেয় হাইড্রেটিং এফেক্টও। অর্ধেক বিট কুরিয়ে রস বের করে নিন। এবার বিটের রসে তুলো ভিজিয়ে ঠোঁটে মেখে নিন। এভাবে পনের মিনিট রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা
ঠোঁট ফেটে গিয়েছে? ঠোঁট থেকে ছাল উঠছে? সঙ্গে আছে কালচে ছোপ? সব সমস্যার সমাধান করবে অ্যালোভেরা। এর শাঁস বের করে ঠোঁটে মাখতে পারেন। সেটা সম্ভব না হলে বাজার চলতি অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন।
আপনার মূল্যবান মতামত দিন: