মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


গোল্ড প্লেটেড জুয়েলারি: সাধ্যের মধ্যে সোনার গয়না নিশীতা মিতু


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ১৩:৩১

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ০৪:১৩

ছবি সংগৃহীত

নারীর সঙ্গে সোনা বা স্বর্ণের বন্ধন বহুযুগের। নাক, কান, গলা কিংবা হাত— নিজেকে সাজাতে বাঙালি নারীর প্রথম পছন্দ স্বর্ণের গয়না। অবশ্য বাংলাদেশ ছাড়াও বিশ্বজুড়ে আরও অনেক দেশে স্বর্ণের গয়না পরিধানের রীতি রয়েছে।

মূল্যবান ধাতু স্বর্ণ। তাই সোনার গয়নার দামও বেশি। সময়ের সঙ্গে এর দাম বেড়েই চলেছে। আর তাই মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে স্বর্ণের গয়না। তার সঙ্গে ছুরি-ছিনতাইয়ের ভয় তো আছেই। তাই নিজেকে সাজাতে অনেক নারীই এখন বেছে নিচ্ছেন গোল্ড প্লেটেড জুয়েলারি বা গয়না। অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানো আরকি।

দেখতে প্রায় সোনার মতোই এসব জুয়েলারি। দামটাও হাতের নাগালে। কিন্তু গোল্ড প্লেট মানে কী? সোনার প্রলেপ দেওয়া এসব গয়নায় রঙ কত বছর টেকে? কোথায় পাওয়া যায়?— সব প্রশ্নের উত্তর জানুন এই প্রতিবেদনে-

গোল্ড প্লেট কী?
গোল্ড প্লেটিং বা সোনার প্রলেপ হলো একটি প্রক্রিয়া, যেখানে অন্য কোনো ধাতুর (যেমন তামা, পিতল, রূপা ইত্যাদি) ওপর সোনার একটি পাতলা স্তর বসানো হয়। মূলত গয়না, অলঙ্কার এবং অন্যান্য স্যুভেনিয়ার তৈরিতে এটি ব্যবহৃত হয়। গোল্ড প্লেটের কাজ হলো সোনার মতো দেখতে একটি সাশ্রয়ী বিকল্প তৈরি করা।

গোল্ড প্লেট কীভাবে করে?
সোনার প্রলেপ তৈরির জন্য সাধারণত ইলেক্ট্রোপ্লেটিং (electoplating) নামক একটি রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে, একটি ধাতুর তৈরি বস্তুকে সোনার দ্রবণে ডুবিয়ে তার উপর বিদ্যুতের মাধ্যমে সোনার একটি পাতলা স্তর জমা করা হয়। এই স্তরের কারণে ওই ধাতুর তৈরি বস্তুকে সোনার মনে হয়।

গোল্ড প্লেটেড জুয়েলারি সেট কতদিন টেকে?
স্বর্ণের গয়নার রঙ কখনো মলিন হয় না। বড়জোর ধুলো জমে কালচেভাব সৃষ্টি হতে পারে। ঠিকমতো পরিষ্কার করলে যা আবার ঠিক হয়ে যায়। কিন্তু স্বর্ণের প্রলেপ দেওয়া গয়নার ক্ষেত্রে এমনটা নাও হতে পারে। সময়ের সঙ্গে এই প্রলেপ উঠে যেতে পারে।

গোল্ড প্লেটেড জুয়েলারি সেটের স্থায়িত্ব নির্ভর করে যত্ন ও ব্যবহারের ওপর। সঠিকভাবে যত্ন নিলে এটি কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত টিকতে পারে। যদিও কিছু ক্ষেত্রে এটি দ্রুত বিবর্ণ বা ক্ষতিগ্রস্ত হতে পারে।

গোল্ড প্লেটেড জুয়েলারি কতদিন টিকবে তা কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে:

গুণমান:

গোল্ড প্লেটিং এর পুরুত্ব এবং ব্যবহৃত বেস মেটালের ওপর নির্ভর করে এর স্থায়িত্বকাল। পুরু প্লেটিং এবং ভালো মানের বেস মেটাল (যেমন, স্টেইনলেস স্টিল বা স্টার্লিং সিলভার) ব্যবহার করা হলে এটি বেশি দিন টিকবে।

ব্যবহার:

আপনি এমন গয়না মাঝেমধ্যে ব্যবহার করছেন নাকি সবসময় সেটির ওপরও এর রঙ টেকার বিষয়টি নির্ভর করে। প্রতিদিন ব্যবহার করলে ঘষা লাগা, ঘাম ও প্রসাধনী (যেমন, লোশন, পারফিউম) সংস্পর্শে আসার কারণে এটি দ্রুত ক্ষয় হতে পারে। আবার মাঝেমধ্যে ব্যবহার করলে এর রঙ কয়েক বছরও নতুনের মতো থাকতে পারে।

যত্ন:

সঠিক যত্নের মাধ্যমে গোল্ড প্লেটেড জুয়েলারির স্থায়িত্ব বাড়ানো যায়। ব্যবহারের পর নরম কাপড় দিয়ে মুছে, শুষ্ক স্থানে রাখুন। এছাড়া, কঠোর রাসায়নিক পদার্থ (যেমন, ক্লিনার, ব্লিচ) এবং সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখা উচিত।

আর্দ্রতা:

আর্দ্রতা বা ঘামের কারণে গোল্ড প্লেটেড গয়নার রঙ নষ্ট হতে পারে। তাই ঘাম থেকে এটি দূরে রাখুন। ঘেমে গেলে গয়না খুলে ভালো করে মুছে, ঘাম শুকিয়ে এরপর সংরক্ষণ করুন।

গোল্ড প্লেটেড জুয়েলারি সেট কোথায় পাওয়া যায়?
যেকোনো জুয়েলারি শপেই গোল্ড প্লেটেড জুয়েলারি পাওয়া যায়। ক্রেতার চাহিদার ওপর নির্ভর করে গলার চেইন, হার, কানের দুল, হাতের চুড়ি সবকিছুই মেলে। রাজধানীর নিউমার্কেট, গাউসিয়া, শাহ আলী মার্কেট, বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজসহ ছোট-বড় সব শপিং মলেই জুয়েলারি শপে এমন গয়না পাবেন।

এছাড়াও বিভিন্ন অনলাইন শপে গোল্ড প্লেটেড গয়না পাবেন। আঞ্জুমস, সিক্স ইয়ার্ড স্টোরি, বর্ণাঙ্কনসহ অনেকেই এমন গয়না নিয়ে কাজ করছেন। তবে অনলাইনে অর্ডার করার আগে বিক্রেতার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। সেসঙ্গে রির্টান ও এক্সচেঞ্জ পলিসি সম্পর্কে জেনে নিন

গোল্ড প্লেটেড জুয়েলারি সেটের দাম কেমন?
সাধারণত গোল্ড প্লেটেড জুয়েলারি সেটের দাম নির্ভর করে গয়নার ডিজাইন, গুণমান এবং ব্যবহৃত ধাতুর উপর। এই ধরনের গয়নার দাম তুলনামূলকভাবে কম হয়ে থাকে। আপনি কী কিনবেন তার ওপর নির্ভর করছে দাম কত হবে। বাজারে ১০০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত গোল্ড প্লেটেড জুয়েলারি পাওয়া যায়। আর যদি গোল্ড প্লেটেড জুয়েলারি সেট (হার, দুল) কিনতে চান তাহলে কমপক্ষে ৫০০-৭০০ টাকা বাজেট রাখতে হবে।

বর্তমানে বেশ কিছু জুয়েলারি শপ পাথর, কুন্দর, মুক্তা ইত্যাদি দিয়ে সাজানো আকর্ষণীয় গোল্ড প্লেটেড জুয়েলারি সেট বিক্রি করছে। এসব সেটের দাম ১৫০০ থেকে শুরু করে ১৫০০০ পর্যন্তও হয়ে থাকে।

গোল্ড প্লেটেড জুয়েলারির যত্ন
সঠিকভাবে যত্ন নিলে গোল্ড প্লেটেড জুয়েলারি অনেকদিন টেকে। এসব গয়না ব্যবহারের পর মুছুন। একটি নরম, শুকনো কাপড় দিয়ে আলতো করে মুছে নিন। এতে গহনার ওপর জমে থাকা ময়লা ও তেল দূর হবে।

গোল্ড প্লেটেড গয়না আর্দ্রতা ও ঘামের সংস্পর্শে আসলে দ্রুত বিবর্ণ হয়ে যেতে পারে। তাই, গোসল বা সাঁতার কাটার সময় এটি খুলে রাখাই ভালো।

পারফিউম, হেয়ার স্প্রে, লোশন এবং অন্যান্য প্রসাধনী সরাসরি গহনার সংস্পর্শে আসলে গয়নার ক্ষতি হয়। তাই প্রসাধনী ব্যবহার করে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর গয়না পরুন।

প্রতিদিন একই গয়না না পরে, মাঝে মাঝে বিরতি দিন। এতে গয়নার প্লেটিং দীর্ঘস্থায়ী হবে।

গোল্ড প্লেটেড গয়না ময়লা হয়ে গেলে, হালকা গরম পানিতে অল্প পরিমাণ মৃদু সাবান মিশিয়ে পরিষ্কার করুন। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে, নরম কাপড় দিয়ে মুছে নিন।

একটি নরম কাপড় জড়িয়ে নির্দিষ্ট বাক্সে এমন গয়না সংরক্ষণ করুন। সব ধাতুর গয়না একসঙ্গে রাখা উচিত নয়। আলাদা আলাদা বাক্সে রাখুন। এতে গয়নার ক্ষতি কম হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top