হাত-পা রোদে কালো হলে যা করবেন
প্রকাশিত:
১১ জুন ২০২৫ ১৭:৩৩
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ২৩:৪৩

প্রচন্ড রোদে সূর্যের আলোর কারণে সৃষ্ট কালো ভাব সৌন্দর্য নষ্ট করে এবং যদি সময়মতো মনোযোগ না দেওয়া হয়, তাহলে এই সমস্যার সমাধান করা খুব কঠিন হয়ে পড়ে। সূর্যের আলো ছাড়াও, ধুলো এবং ময়লার কারণে, ত্বকে কালো ভাব দেখা দিতে শুরু করে এবং মৃত ত্বক জমা হয়। এই সম্যার সমাধানে ঘরোয়া কিছু কৌশল ফলো করা যেতে পারে।
উপকরণ
বাড়িতে ডি-ট্যান বডি ওয়াশ তৈরি করতে আপনার প্রয়োজন- কফি, মধু, চিনির গুড়া, ভাজা হলুদ ও নারকেল তেল।
যেভাবে তৈরি করবেন
প্রথমে প্যানটি গরম করে তাতে হলুদের গুঁড়া দিন এবং ভালো করে ভাজুন। হলুদের রঙ হলুদ থেকে বাদামি হয়ে গেলে, আগুন বন্ধ করে দিন এবং তারপর একটি প্লেটে বের করে নিন। এবার একটি পাত্রে কফি, মধু, চিনির গুড়া, ভাজা হলুদ এবং নারকেল তেল রাখুন। সবকিছু ভালো করে মিশিয়ে নিন। যদি চিনির গুড়া না থাকে, তাহলে বাড়িতে রাখা চিনি পিষে গুড়া করে নিন। সবকিছু ভালো করে মিশে গেলে, এতে রাসায়নিক মুক্ত বডি ওয়াশ যোগ করুন। ভালো করে মিশিয়ে তারপর একটি টাইট পাত্রে সংরক্ষণ করুন এবং গোসলের সময় ব্যবহার করতে থাকুন। নিয়মিত ব্যবহার করলে ট্যানিং দূর হবে এবং ত্বক অত্যন্ত নরম হয়ে যাবে।
উল্লেখ্য, পুরো শরীরে ব্যবহারের আগে, হাত বা পায়ে একটি প্যাচ পরীক্ষা করুন। এটি প্রয়োগ করার পরে যদি কোনও প্রতিক্রিয়া না হয় তবেই এটি ব্যবহার করুন। এটি প্রয়োগ করার পরে যদি ত্বক লাল দেখাতে শুরু করে বা চুলকানি শুরু হয়, তাহলে এটি ব্যবহার করবেন না।
আপনার মূল্যবান মতামত দিন: