মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


তরমুজ খাওয়ার পর পানি খেলে কী হয়?


প্রকাশিত:
১৩ মে ২০২৫ ১৪:০৫

আপডেট:
১৩ মে ২০২৫ ২০:১৮

ছবি সংগৃহীত

চলছে গ্রীষ্মকাল। এসময় বাজার ছেয়ে থাকে নানা রসালো ফলে। তরমুজ তার মধ্যে অন্যতম। মিষ্টি স্বাদের এই ফল অনেকের কাছেই প্রিয়। আপনি কি তরমুজ খাওয়ার পরপরই পানি খেয়ে থাকেন? আমাদের নিত্যদিনের নানা অভ্যাসের ভেতরেই ছোট ছোট ভুল লুকিয়ে থাকতে পারে। অজান্তেই হয়তো আমরা এমনকিছু করছি, যেগুলো পরবর্তীতে আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। চলুন জেনে নেওয়া যাক, তরমুজ খাওয়ার পর পানি খেলে কী হয়-

১. হজমে সমস্যা

পরিমিত তরমুজ খেলে তা পাকস্থলীর নানা উপকার করে থাকে। কিন্তু আপনি যদি তরমুজ খাওয়ার পরপরই পানি খেয়ে থাকেন তখন তা হজমের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ ফল ও পানির সংমিশ্রণ আমাদের শরীরের তাপমাত্রায় ভারসাম্য নষ্ট করে দিতে পারে। সেখান থেকে পেটে ব্যথা, গ্যাস এবং এ জাতীয় আরও কিছু সমস্যা দেখা দিতে পারে।

২. শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া

তরমুজ খাওয়ার পরপরই পানি পান করলে তা শরীরে বাড়তি তাপ তৈরি করে। এদিকে বাইরেও ভীষণ গরম আবহাওয়া। তার সঙ্গে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে তৈরি হতে পারে পানিশূন্যতার। তাই পছন্দের ফল তরমুজ খাওয়ার পর অন্তত আধাঘণ্টা বিরতি নিয়ে তবেই পানি পান করুন।

৩. বমি হতে পারে

আপনি যদি তরমুজ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পানি পান করেন তবে দেখা দিতে পারে বমির মতো সমস্যাও। কারণ এটি পেটে বাড়তি গ্যাস তৈরি করে। এর ফলে হতে পারে বমি। এই সমস্যা থামানোর জন্য আদা ও পুদিনার চা খেতে পারেন। এরপরও না থামলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।

৪. পেট ফাঁপা

তরমুজ খাওয়ার পরপরই পানি পান করলে তা পেট ফাঁপার কারণ হতে পারে। যে কারণে আপনার পেট ফুলে যেতে পারে এবং সেখান থেকে শুরু হতে পারে অস্বস্তি। এ ধরনের সমস্যা দেখা দিলে আদা চিবিয়ে খান খান। আদায় থাকা বিশেষ গুণাবলী পেট ফাঁপা দূর করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top