সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস

৫ বিমান কর্মকর্তা-কর্মচারীর ছয় দিনের রিমান্ড


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২২ ০৩:৩১

আপডেট:
৫ মে ২০২৫ ১৮:৪৪

ছবি সংগৃহীত

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচ কর্মকর্তা-কর্মচারীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২২ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম শান্তা আক্তারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- আওলাদ হোসেন (২১), মো. জাহাঙ্গীর আলম (৩৬), এনামুল হক (২৮), মো. হারুন-অর-রশিদ (৪০) ও মাহফুজুল আলম (৩১)।

এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর দক্ষিনখান থানার ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে আদালত তাদের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top