পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২২ ০৩:১৯
আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ১৮:৫৬

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সামরিক বাহিনীর ছয় সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানায়। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের ছোট শহর খোস্তের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল গভীর রাতে ফ্লাইং মিশনে থাকা একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে দুইজন আর্মি মেজরসহ (পাইলট) ছয় সেনা নিহত হয়েছে।
তবে হেলিকপ্টারটির বিধ্বস্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। হেলিকপ্টারটির কোন ধরনের সে সম্পর্কেও কিছু জানানো হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় সেই অঞ্চল বন্যার কবলে পরেনি।
এর আগে আগস্টের শুরুতে বেলুচিস্তানে দেশটির আরেক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে একজন শীর্ষ সেনা কম্যান্ডারসহ ছয়জন পাকিস্তানি বাহিনীর সদস্য নিহত হয়। সেই সময় হেলিকপ্টারটি বন্যার ত্রাণ বিতরণ অভিযানে ছিল।
আপনার মূল্যবান মতামত দিন: