উত্তরপ্রদেশে দেয়াল ধসে ১০ জনের মৃত্যু
প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২২ ০১:০০
আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ১৮:৪৯

ইন্ডিয়ার উত্তরপ্রদেশের ইটাওয়াতে পৃথক দুটি দেয়াল ধসের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত তিনদিন ধরে উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। ইটাওয়া ছাড়াও ফিরোজাবাদ ও বলরামপুরসহ আরও কয়েকটি জেলা থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।
আগামী কয়েকদিন উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বন্যাকবলিত এলাকায় জরিপ পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আপনার মূল্যবান মতামত দিন: