বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২


ইসরাইলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞার পথে ইইউ


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪০

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৩

ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরাইলি পণ্যের ওপর বিদ্যমান মুক্ত-বাণিজ্য সুবিধা স্থগিত করার প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন । তবে এখনো এই পদক্ষেপ পাস করার মতো পর্যাপ্ত সমর্থন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নেই।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

ইইউ পররাষ্ট্র নীতি প্রধান কায়া ক্যালাস আরও একটি নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তাব করেছেন, যাতে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, সহিংস বসতি স্থাপনকারীদের পাশাপাশি হামাস সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ক্যালাস বলেন, ‘আমি খুব স্পষ্ট করে বলতে চাই—এর লক্ষ্য ইসরাইলকে শাস্তি দেওয়া নয়। লক্ষ্য হচ্ছে গাজার মানবিক পরিস্থিতির উন্নতি ঘটানো। যুদ্ধের অবসান ঘটাতে হবে, কষ্ট থামাতে হবে এবং সব জিম্মিকে মুক্তি দিতে হবে।’

ইউরোপীয় ইউনিয়ন ইসরাইলের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।

অন্যদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র ইউরোপীয় কমিশনের এই প্রস্তাবকে ‘নৈতিক ও রাজনৈতিকভাবে বিকৃত’ বলে মন্তব্য করেছেন।

তিনি এক্স-এ লিখেছেন, ‘ইসরাইলবিরোধী পদক্ষেপ ইউরোপের স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করবে।’

সা’র প্রতিশ্রুতি দিয়েছেন, ‘ইসরাইল অস্তিত্বের সংগ্রামের সময়ে তাকে ক্ষতিগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ইউরোপের বন্ধুদের সহায়তায় লড়ে যাবে। ইসরাইলবিরোধী পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দেওয়া হবে, যদিও আমরা আশা করি পরিস্থিতি সে পর্যায়ে যাবে না।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top