বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৭শে ভাদ্র ১৪৩২


মেক্সিকোতে গ্যাস পরিবহনকারী ট্রাকে বিস্ফোরণ, নিহত ৩


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৬

আপডেট:
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৫

ছবি : সংগৃহীত

মেক্সিকোর রাজধানীতে গ্যাস পরিবহনকারী ট্রাকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত এবং দগ্ধ ও আহত হয়েছেন আরও ৭০ জন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে মেক্সিকো সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। এতে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে যায় অন্তত ৩০টি যানবাহন।

ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার গ্যাস ছিল। দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।

ইতোমধ্যে দুর্ঘটনার শিকার ট্রাক ও গাড়িগুলো সরিয়ে নেয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ও আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই প্রাণহানি বাড়বে বলে শঙ্কা রয়েছে।

শহরটির মেয়র ক্লারা ব্রুগাদা সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছেন, যাদের মধ্যে কয়েকজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

এর আগে ব্রুগাদা সাংবাদিকদের জানান, অন্তত ১৯ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত সেই সংখ্যাটি পরিবর্তিত হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

ব্রুগাদা বলেন, ‘এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। কী ঘটেছিল তা নির্ধারণ করার জন্য প্রসিকিউটর দপ্তর তদন্ত শুরু করছে।'

ট্রাকের চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকো সিটি’র নিরাপত্তামন্ত্রী পাবলো ভাসকেস কামাচো। তিনি বলেন, ‘সে এখনো জীবিত আছে, তবে গুরুতর অবস্থায় রয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top