সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার প্রচেষ্টা রাশিয়ার জন্য সরাসরি হুমকি: পুতিন


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৯

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৭

ছবি সংগৃহীত

ইউক্রেন সংকটের মূল কারণ মোকাবিলা করে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন সংকটের “দীর্ঘমেয়াদি ও টেকসই” সমাধান চান তিনি।

এমনকি ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার প্রচেষ্টা রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১ সেপ্টেম্বর) চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম শীর্ষ সম্মেলনে পুতিন এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সম্মেলনে ভাষণ দেওয়ার সময় পুতিন অভিযোগ করেন, কিয়েভকে সামরিক জোট ন্যাটোতে টানার পশ্চিমা প্রচেষ্টাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল কারণ। তার ভাষায়, “এ ধরনের প্রচেষ্টা রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।”

তিনি দাবি করেন, ইউক্রেন সংকট কোনো আগ্রাসনের কারণে সৃষ্টি হয়নি, বরং কিয়েভে পশ্চিমা সমর্থনে হওয়া এক অভ্যুত্থানের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পুতিন বলেন, “আমাদের নিশ্চিত করতে হবে যে ইউক্রেন সংকটের সমাধান দীর্ঘমেয়াদে টেকসই হয় এবং এর জন্য মূল কারণগুলো সমাধান করতে হবে।”

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় মুখোমুখি বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি জানান, ওই বৈঠকের ফলাফল তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছেন। পুতিন বলেন, আলোচনাটিকে তিনি ইউক্রেনে শান্তির পথ উন্মোচনের প্রচেষ্টা হিসেবে দেখছেন।

রুশ প্রেসিডেন্ট আরও জানান, ইউক্রেন ইস্যুতে চীন ও ভারতের প্রস্তাবগুলো রাশিয়া বিবেচনা করবে।

এদিকে এসসিও সম্মেলনের ফাঁকে সোমবার পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তথাকথিত “বিশেষ সামরিক অভিযান” শুরু করে। এরপর থেকে এ যুদ্ধে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন এবং লাখ লাখ মানুষ ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top