সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


হামাসের মুখপাত্র ওবায়দাকে লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলা


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১২:১৬

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০৭

ছবি ‍সংগৃহিত

গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। শনিবার (৩০ আগস্ট) ইসরাইলি সংবাদমাধ্যম কেএএন-এর প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজা সিটিতে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজা সিটিতে হামাসের এক ‘গুরুত্বপূর্ণ সদস্যকে’ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আর বিস্তারিত কিছু জানানো না হলেও একাধিক হিব্রু সংবাদমাধ্যম জানিয়েছে, হামাসের দীর্ঘদিনের মুখপাত্র হুদায়ফা সামির আবদুল্লাহ আল-কাহলৌতকে (আবু ওবায়দা নামেই পরিচিত) লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, এ হামলায় তারা নির্ভুল গোলাবারুদ, আকাশপথে নজরদারি ও অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে।

ইসরাইলের চ্যানেল ১৩ জানায়, এই হামলার লক্ষ্য ছিলেন আবু ওবাইদা। ইসরাইলের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস।

হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ও রহস্যময় ব্যক্তিত্ব।

আবু ওবায়দা সর্বদা মুখোশ পরিহিত থাকেন এবং তার আসল পরিচয় ও অবস্থান সম্পর্কে কারও কোনো তথ্য জানা নেই। এর আগে ইসরাইল বহুবার তাকে টার্গেট করার চেষ্টা করেছে।

এদিকে চিকিৎসা সূত্র জানায়, শনিবার ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলীয় আল-রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে বিমান হামলায় সাতজন ফিলিস্তিনি নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে নারী, শিশু ও বাস্তুচ্যুত মানুষ বসবাস করছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top