শনিবার, ৩০শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


গাজায় ইসরাইলি হামলায় প্রাণহানি আরও ৫৯, অনাহারে ৫


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৫ ১৩:০৯

আপডেট:
৩০ আগস্ট ২০২৫ ১৯:২৭

ছবি ‍সংগৃহিত

গাজায় দখলদার ইসরাইলের ভয়াবহ আগ্রাসন চলছেই। অবরুদ্ধ উপত্যকায় অব্যাহত হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৫৯ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত আরও ২৪৪। এ নিয়ে গাজায় প্রাণহানির সংখ্যা ৬৩ হাজার ছাড়াল।

মূলত, গাজা সিটিতে বিমান হামলার পাশাপাশি আরও জোরদার হয়েছে স্থল অভিযান। দক্ষিণে খান ইউনিস, উত্তরে জয়তুন ও শেখ রেদওয়ানসহ গাজার প্রত্যেকটি অংশেই চলছে নির্বিচার হামলা।

বোমাবর্ষণের কারণে আহতদের হাসপাতালে নেওয়াও হয়ে উঠেছে প্রায় অসম্ভব। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে নেই পর্যাপ্ত সরঞ্জাম। বেশিরভাগ হাসপাতাল ধ্বংস হওয়ায় আহতরাও মারা যাচ্ছে বিনা চিকিৎসায়।

এছাড়া শুক্রবার অনাহার ও অপুষ্টিতে ৫ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে উপত্যকায় অনাহার-অপুষ্টিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২১ শিশুসহ ৩২২ জনে।

প্রায় দুই বছর ধরে চলমান ইসরাইলি আগ্রাসনে গাজায় প্রাণহানির পাশাপাশি কেবল ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২০৩ জন।

উল্লেখ্য, অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। তবুও থেমে নেই তাদের বর্বরতা। এ নিয়ে নিন্দার ঝড় বইছে বিশ্বব্যাপী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top