পেন্টাগনের গোয়েন্দা প্রধানসহ ৩ কর্মকর্তা বরখাস্ত
প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৫ ১৫:১৫
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১৯:০৭

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধান এবং আরো দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার (২২ আগস্ট) তদের বরখাস্ত করা হয় বলে রয়টার্সকে জানিয়েছেন তিন মার্কিন কর্মকর্তা।
তবে কী কারণে গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুসকে বরখাস্ত করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ক্রুস ছাড়াও হেগসেথ মার্কিন নৌবাহিনীর রিজার্ভ বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর বিশেষ যুদ্ধ কমান্ডের কমান্ডারকেও অপসারণের নির্দেশ দিয়েছেন।
তিনজন কর্মকর্তাই জানান, কেন তাদের বরখাস্ত করা হয়েছে তা অজানা।
মার্কিন সিনেটের গোয়েন্দা বিষয়ক বিশেষ কমিটির সহ-সভাপতি সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, জাতীয় নিরাপত্তার আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা আবারও প্রমাণ করে যে, ট্রাম্প প্রশাসন গোয়েন্দা ব্যবস্থাকে আমাদের দেশের সুরক্ষার জন্য নয়, বরং আনুগত্য পরীক্ষার জন্য ব্যবহার করছে।
এটি ট্রাম্প প্রশাসনের সর্বশেষ প্রচেষ্টা বলে মনে হচ্ছে, যেখানে বর্তমান ও সাবেক সামরিক, গোয়েন্দা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের শাস্তি দেওয়া হচ্ছে, যদি তাদের মতামত ট্রাম্পের সঙ্গে না মেলে।
এর আগে গত এপ্রিলে ট্রাম্প জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) পরিচালক জেনারেল টিমোথি হগকে বরখাস্ত করেছিলেন। সেই অভিযানে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ডজনখানেক কর্মীও চাকরি হারান।
ডিএম/রিয়া
আপনার মূল্যবান মতামত দিন: