রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে জটিল অভিযান চালাল যোদ্ধারা


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৫ ১৭:১০

আপডেট:
২০ আগস্ট ২০২৫ ১৭:৪০

ছবি সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা দখলদার ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে জটিল এক অভিযান চালিয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে গাজার খান ইউনিসে তাদের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

তারা বলেছে, খান ইউনিসে ইসরায়েলি সেনাদের নবনির্মিত সামরিক পোস্টে অতর্কিত হামলা চালানো হয়। ওই সময় খুব কাছ থেকে একটি বাড়ির ভেতর থাকা ইসরায়েলি সেনাদের ওপর হালকা অস্ত্র থেকে গুলি ও গ্রেনেড ছুড়ে বেশ কয়েকজনকে ‘হত্যা’ করা হয়।

এছাড়া তাদের এক স্নাইপার একটি মারকাভা-৪ ট্যাংকের কমান্ডারকে গুলি করে আহত করেছে।

হতাহতদের উদ্ধার করতে যখন ইসরায়েলি বাহিনীর আরেকটি দল আসে তখন তাদের মধ্যে গিয়ে এক যোদ্ধা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান। এতে আরও কয়েকজন সেনা আহত ও নিহত হয়।

হামাসের যোদ্ধারা বিবৃতিতে আরও জানিয়েছে, এই অতর্কিত হামলায় মর্টার ফায়ার, ট্যাংক বিধ্বংসী গোলা এবং বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। কয়েক ঘণ্টা স্থায়ী এ অভিযান শেষে তাদের যোদ্ধারা সেখান থেকে সরে যায় বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

তাদের হামলায় কতজন সেনা আহত বা নিহত হয়েছে এমন কোনো তথ্য দেয়নি হামাস।

দখলদার ইসরায়েল হামাসের হামলার তথ্য স্বীকার করে জানিয়েছে, খান ইউনিসে তাদের সেনাদের ওপর অন্তত ১৮ হামাস যোদ্ধা অতর্কিত হামলা চালায়। এতে এক সেনা গুরুতর আহত এবং দুজন সামান্য আহত হয়ছন। দখলদাররা দাবি করেছে, তাদের পাল্টা হামলায় হামাসের ১০ যোদ্ধা নিহত হয়েছেন।

এই হামলায় হামাসের যোদ্ধারা মেশিন গান এবং আরপিজি ব্যবহার করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা সুড়ঙ্গ থেকে বের হয়ে হামলা চালায় বলেও নিশ্চিত করেছে ইসরায়েল।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top