সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


রুশ উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র-রাশিয়া-জাপানে সুনামি সতর্কতা


প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫ ১০:৫১

আপডেট:
৩০ জুলাই ২০২৫ ১১:৩০

ছবি সংগৃহীত

রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে অনুভূত হয়েছে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে করে সুনামি সতর্কতা জারি করা হয়েছে অঞ্চলটিতে। এই ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র-রাশিয়া-জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূলে একটি সম্ভাব্য শক্তিশালী সুনামির সতর্কতা জারি করা হয়েছে— যদিও তা ভয়াবহ রূপ নেয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

হাওয়াই এবং আলাস্কার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করা হয়েছে। এর অর্থ, মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দ্রুত উচ্চ ভূমিতে আশ্রয় নেয়ার মতো জরুরি পদক্ষেপ নিতে হবে।

ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটনের উপকূলীয় অঞ্চলগুলোতে অপেক্ষাকৃত নিম্ন স্তরের পরামর্শ জারি করা হয়েছে, যেখানে জনসাধারণকে সজাগ থাকতে বলা হয়েছে শক্তিশালী স্রোত ও বিপজ্জনক ঢেউয়ের বিষয়ে।

সাধারণত সুনামির প্রভাব কয়েক ঘণ্টা ধরে চলতে পারে, তাই ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা স্থানীয় সময় অনুযায়ী বুধবার (৩০ জুলাই) ভোরের আগে পুরোপুরি বোঝা যাবে না। এই মুহূর্তে নিশ্চিত করে বলা না গেলেও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। পরবর্তী তিন ঘণ্টার মধ্যেই বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে, যখন হাওয়াইয়ে প্রথম শক্তিশালী ঢেউ আছড়ে পড়তে পারে।

এদিকে, জাপানে সুনামি সতর্কতা এখন দেশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে শত শত কিলোমিটার বিস্তৃত হয়েছে—উত্তরের হোক্কাইডো থেকে শুরু করে দক্ষিণের ওয়াকায়ামা প্রদেশ পর্যন্ত।

জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, সুনামি ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ ৩ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (TEPCO) জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের সব কর্মীকে ইতিমধ্যে সরিয়ে নেয়া হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অস্বাভাবিকতা ধরা পড়েনি।

উল্লেখ্য, ২০১১ সালে এক ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর এই কেন্দ্রটি ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার শিকার হয়েছিল।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, পরিস্থিতি মূল্যায়নে একটি টাস্কফোর্স ইতিমধ্যে কাজ শুরু করেছে। তিনি সুনামি-আক্রান্ত এলাকার বাসিন্দাদের উদ্দেশে আবারও সতর্কবার্তা দিয়েছেন এবং সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ভূকম্পবিদ ড. লুসি জোন্স জানিয়েছেন, সুনামির কারণে হাওয়াই এবং সম্ভবত ক্যালিফোর্নিয়ার কিছু বন্দরে ও উপকূলীয় স্থাপনায় ক্ষতি হতে পারে, তবে আমেরিকাসমূহে (উত্তর ও দক্ষিণ) ব্যাপক প্রাণহানির আশঙ্কা নেই।

হাওয়াইয়ে সুনামি ঢেউয়ের উচ্চতা ৩ থেকে ১০ ফুট পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় ঢেউয়ের উচ্চতা হতে পারে ১ থেকে ২ ফুট। তুলনামূলকভাবে, ২০১১ সালে জাপানে সুনামির ঢেউয়ের উচ্চতা ৪২ ফুট পর্যন্ত ছিল বলে জানান ড. জোন্স।

তিনি ব্যাখ্যা করে বলেন, ‘এটা আসলে কোনো ঢেউ নয়। এটি সাময়িকভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কতটা বেড়ে যায়, তা বোঝায়।’

তিনি আরও জানান, ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় ক্রিসেন্ট সিটির বন্দরে প্রায় ৬ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।

ড. জোন্স বলেন, ক্যালিফোর্নিয়া জায়গাটি দূরে হলেও সান্তা বারবারার জন্য ঢেউয়ের পূর্বাভাস কানাডার ব্রিটিশ কলম্বিয়া বা ওয়াশিংটনের তুলনায় বেশি। এর কারণ সমুদ্রে সৃষ্ট তরঙ্গের ধরণ ও চলাচলের প্যাটার্ন।

সূত্র: বিবিসি নিউজ।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top